আইসিসি ঘোষণা করার আগেই ফাঁস হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ

১ দিন আগে
আইসিসি ঘোষণা করার আগেই গণমাধ্যমে ফাঁস হয়ে গেলো আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ। ভারতীয় গণমাধ্যমের দাবি এবারও ভারত ও পাকিস্তানকে এক গ্রুপে রেখই ফিকশ্চার করতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ। এছাড়াও বেশ শক্তিশালী গ্রুপে পড়েছে আফগানিস্তান।

৭ ফেব্রুয়ারি মাঠে গড়াবে আইসিসি টি-টোয়ন্টি বিশ্বকাপ। হাতে সময় আছে ৮০ দিনেরও কম। কিন্তু এখনও গ্রুপই নির্ধারণ করতে পারেনি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যদিও গণমাধ্যমের দাবি আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সব কাজ গুছিয়ে এনেছে আইসিসি, যেটা ফাঁস হয়ে গেছে বিভিন্ন মাধ্যমে। 

 

এবারও নাকি ভারত আর পাকিস্তানকে এক গ্রুপে রেখেই ফিকশ্চার তৈরি করেছে আইসিসি। এই ম্যাচ থেকে আর্থিকভাবে লাভবান হতেই এই কৌশল। এ গ্রুপে তাদের অপর তিন প্রতিপক্ষ নেদারল্যান্ডস, নামিবিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। সেই হিসেবে বলা যায় ভারতের জন্য সবচেয়ে সহজ গ্রুপ করেছে আইসিসি। 

 

আরও পড়ুন: ওদের বোলিং খারাপ না, আমরা ভালো ব্যাটিং করেছি: আশরাফুল

 

ভারত-পাকিস্তানের গ্রুপ এ’র মতো বি-তেও নেই কোনো চমক। হট ফেবারিট অস্ট্রেলিয়ার সঙ্গে আছে শ্রীলঙ্কা। বাকি তিন প্রতিপক্ষ জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও ওমান আক্ষরিক অর্থেই চ্যালেঞ্জ তৈরি করতে পারবে না অজি ও লঙ্কানদের ওপর। তাই অনেকটা হেসে খেলেই সুপার এইটে যাওয়ার সম্ভাবনা তাদের। 

 

ভারতীয় গণমাধ্যমে দাবি করা আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচিতে সবচেয়ে কঠিন গ্রুপে বাংলাদেশ। এক কথায় যাকে বলে গ্রুপ অফ ডেথ। যেখানে লাল-সবুজদের সুপার এইটে যেতে সবচেয়ে বড় বাধা ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজ। এছাড়াও এই গ্রুপে আছে নেপাল, যারা খুব অল্প সময়েই টি-টোয়েন্টিতে তাদের সামর্থ্য প্রমাণ করেছে। 

 

আরও পড়ুন: অ্যাশেজে ১২৭ বছরের রেকর্ড ভেঙে দিলেন হেড

 

বাংলাদেশের মতো অনেকটা একই কন্ডিশন আফগানিস্তানের। কারণ সুপার এইটে যেতে হলে তাদর টেক্কা দিতে হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে। এই গ্রুপের বাকি দুই প্রতিপক্ষ কানাডা ও সংযুক্ত আরব আমিরাত তাদের মাথা ব্যথার কারণ না হলেও রাশিদ খানরা বিপাকে পড়তে পারে গ্রুপ পর্বেই। 

 

ভারতের সঙ্গে রাজনৈতিক ঝামেলা থাকায় পাকিস্তান তাদের সবগুলো ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। এবারই প্রথম ২০ দল নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। প্রতিটি গ্রুপ থেকে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দল চলে যাবে সুপার এইটে।

]]>
সম্পূর্ণ পড়ুন