দীর্ঘদিন ধরে শরীরে অক্সিজেন স্বল্পতাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন অভিনেতা। সঙ্গে রয়েছে ব্লাড লস ও প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা।
শারীরিক অসুস্থতার কারণে গত ২২ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দিন গড়ানোর সাথে সাথে অভিনেতার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় পরিবার উদ্বিগ্ন।
আরও পড়ুন: আইসিইউ থেকে এইচডিইউতে নেয়া হয়েছে অভিনেতা মুশফিক ফারহানকে
প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম সংবাদমাধ্যমে বলেন, ‘সরকার থেকে শিল্পী সমিতি- আমরা কারো সঙ্গে যোগাযোগ করতে পারছি না। সমিতির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি, কিন্তু সমিতির কারো সঙ্গে যোগাযোগ করতে পারিনি।’
আরও পড়ুন: প্রবীর মিত্রের শারীরিক অবস্থার অবনতি
সিফাত ইসলাম আরও বলেন, ‘আমরা চাই, বিষয়টি রাষ্ট্র দেখুক। অর্থ সহায়তা নয়, তার উন্নত চিকিৎসার ব্যবস্থা করুক। মেডিক্যাল বোর্ড গঠন করার সুযোগ থাকলে তা হোক। এই চলচ্চিত্রের জন্য উনি অনেক দিয়েছেন। আমরা চাই, জীবিত থাকা অবস্থায় তিনি সেই সম্মানটা পান।’
]]>