শ্রেয়াস আইয়ারের পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে। তবে আইসিইউ থেকে বের হওয়ার খবর তার সতীর্থ ও ভক্তদের স্বস্তি দিয়েছে। ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সতীর্থের শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত করেছেন। সূর্যকুমার যাদব বলেন, 'আমরা তার সঙ্গে কথা বলেছি। ইনজুরির কথা শোনার পরই কল দিয়েছিলাম। পরে ফিজিও কমলেশ জেইনের সঙ্গে কথা বলে জানতে পারি তার অবস্থা স্থিতিশীল।'
আরও পড়ুন: ১০ মাস পর ফিরে বাবরের ডাক, হারে সিরিজ শুরু পাকিস্তানের
ওয়ানডে দলে না থাকলেও টি-টোয়েন্টিতে ভারতকে নেতৃত্ব দিতে যাওয়া সূর্যকুমার বলেন, আইয়ারের চোটটি বাইরে থেকে দেখে স্বাভাবিক মনে হলেও, ড্রেসিংরুমে যাওয়ার পর পরিস্থিতি গুরুতর বলে বোঝা যায়। দলের চিকিৎসক ও ফিজিও দ্রুত তাকে হাসপাতালে নেয়ার পরামর্শ দেন।
প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আইয়ার ইনজুরিতে পড়েছিলেন। ওই ম্যাচে ভারত স্বাগতিকদের দেয়া ২৩৭ রানের লক্ষ্য ৯ উইকেট হাতে রেখে পেরিয়ে যায়। দুই দল এবার পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে নামছে, যার প্রথম ম্যাচ বুধবার (২৯ অক্টোবর) ক্যানবেরায় অনুষ্ঠিত হবে।

৩ দিন আগে
৪








Bengali (BD) ·
English (US) ·