আইরিশ র‌্যাপারের বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে মামলা আদালতে খারিজ

৬ দিন আগে
আয়ারল্যান্ডের র‍্যাপ ব্যান্ড দল নিক্যাপের গায়ক লিয়াম ওগ ও'হ্যানার বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগে করা মামলা খারিজ করে দিয়েছে আদালত। ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই নিউজ এ খবর জানিয়েছে।

প্রতিবেদন মতে, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) উলউইচ ক্রাউন কোর্ট লিয়াম ওগ ও'হ্যানার বিরুদ্ধে মামলা খারিজ করে দেয়। কোর্টের চিফ ম্যাজিস্ট্রেট পল গোল্ডস্প্রিং বলেন, ‘বিবাদীর বিরুদ্ধে এই কার্যক্রম বেআইনিভাবে শুরু করা হয়েছিল এবং এটা খারিজ করা হলো।’

 

এ সময় মো শারা বলে পরিচিত এই র‍্যাপার উলউইচ ক্রাউন কোর্টে উপস্থিত ছিলেন। লন্ডনের এক কনসার্টে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সমর্থনে গোষ্ঠীটির পতাকা ওড়ানোয় মাত্র ২৭ বছর বয়সি এই সঙ্গীতশিল্পীর বিরুদ্ধে ‘সন্ত্রাসবাদের’ অভিযোগ আনা হয়।

 

২০২৪ সালের নভেম্বরে উত্তর লন্ডনের কেনটিশ টাউনে ওই কনসার্টটি অনুষ্ঠিত হয়। প্রায় সাত মাস পর চলতি বছরের মে মাসে তার ও’হ্যানার বিরুদ্ধে মামলা করা হয়। মামলার পর গত ১৮ জুন ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়। তবে প্রথম দিন আদালতে হাজির হওয়ার পরই তিনি নিঃশর্ত জামিন দেয়া হয়।

 

আরও পড়ুন: লন্ডনের মেয়রকে নিয়ে ট্রাম্পের আপত্তিকর বক্তব্য প্রত্যাখ্যান ব্রিটিশ আইনপ্রনেতাদের

 

শুক্রবার রায় ঘোষণার পর বিচারক বলেন, ‘মিঃ ও'হ্যানা, আপনি এখন যেতে পারেন।’ বিচারকের এই রায়ে উল্লাস ও করতালিতে ফেটে পড়ে আদালতের গ্যালারি। বিচারক তীরস্কার করে বলেন, ‘আপনি বাইরে গিয়ে উদযাপন করতে পারেন, আদালতের এখন অন্য কাজ আছে’। এ সময় ও'হ্যানfর বাবা-মা উভয়ই আদালতে ছিলেন।

 

২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলের নির্বিচার হামলা ও ধ্বংসযজ্ঞ শুরুর পর থেকেই নিক্যাপ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে আসছে। ব্যান্ডটি বেশ কয়েকবার ইসরাইল অধিকৃত অঞ্চলে ফিলিস্তিনিদের দুর্ভোগের সঙ্গে ব্রিটিশ ঔপনিবেশিক আমলে আইরিশদের দুঃখ-দুর্দশার তুলনা করে গান গেয়েছে।

 

তাদের প্রায় সব কনসার্টেই ফিলিস্তিনপন্থি স্লোগান শোনা যায়। এ কারণে ব্যান্ডটি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা শুরু হয়। তবে ব্যান্ডটির দাবি, ইসরাইলের গণহত্যামূলক যুদ্ধের বিষয়টি প্রকাশ্যে নিয়ে আসায় একটি মহল তাদের সুনাম ক্ষুণ্ণ করতে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।

 

উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে উঠে আসা তিন সদস্যের ব্যান্ডের গানেও তাদের প্রগতিশীল রাজনৈতিক চিন্তাধারার ছাপ খুঁজে পাওয়া যায়। তাদের গানের কথায় উঠে এসেছে ব্যঙ্গ-বিদ্রূপ ও আইরিশ রিপাবলিকান আন্দোলনের নানা চিহ্ন।

 

আরও পড়ুন: স্বীকৃতির পর এবার দূতাবাসের বাইরে ফিলিস্তিনের পতাকা ওড়াল যুক্তরাজ্য

 

ওই আন্দোলনের লক্ষ্য হলো উত্তর আয়ারল্যান্ডকে যুক্তরাজ্য থেকে আলাদা করে স্বাধীন আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের অংশ করে নেয়া। আইরিশ রিপাবলিকান আর্মি (আইআরএ), ব্রিটেনপন্থি মিলিশিয়া ও যুক্তরাজ্যের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত-সহিংসতায় উত্তর আয়ারল্যান্ডে গত তিন দশকে তিন হাজার ৬০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন।

 

গত এপ্রিল মাসে ক্যালিফোর্নিয়ার কোচেলার এক সংগীত উৎসবে গানের কথার মধ্যে ইসরাইলকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সংবাদের শিরোনাম হয় নিক্যাপ। তারা গানের মধ্যে 'ফা* ইসরাইল, ফ্রি প্যালেস্টাইন' কথাগুলো জুড়ে দেয়।

 

গানের বাকি অংশে বলা হয়, ‘আইরিশরাও নিকট অতীতে ব্রিটিশদের হাতে নির্যাতিত হয়েছে, কিন্তু আমাদের মাথার ওপর কখনও আকাশ থেকে বোমা ফেলা হয়নি, আর বিষয়টি এমনও না যে আমাদের পালানোর পথ ছিল না। কিন্তু সেটা তাদের নিজেদের বাড়ি এবং সেখানেই তাদের মাথার ওপর বোমা ফেলা হচ্ছে। যদি আপনারা একে গণহত্যা না বলেন, তা হলে এটাকে কি বলবেন?’

 

আরও পড়ুন: গ্রেফতারের ভয়েই কি ইউরোপের আকাশসীমা এড়িয়ে গেলেন নেতানিয়াহু

 

মূলত গায়ক মো শারার মুখেই শোনা যায় এ কথাগুলো। এরপর মে মাসের শুরুতে নতুন করে নজরদারিতে পড়ে নিক্যাপ। যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা জানায়, তারা যুক্তরাজ্য ও মধ্যপ্রাচ্যের রাজনীতি নিয়ে ওই ব্যান্ডের করা মন্তব্যের বিষয়টি নিয়ে তদন্ত করবে। এরপর তার বিরুদ্ধে মামলা করা হয়। 

]]>
সম্পূর্ণ পড়ুন