রাউন্ড রবিন লিগের ৭০ ম্যাচের মধ্যে ইতোমধ্যে সোমবার (৫ মে) পর্যন্ত শেষ হয়েছে ৫৫ ম্যাচ। ইতোমধ্যে প্লে-অফে ওঠার দৌড় থেকে ছিটকে গেছে চেন্নাই সুপার কিংস, রাজস্থান রয়্যালস এবং সানরাইজার্স হায়দরাবাদ।
১১ ম্যাচ খেলে ১৬ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে দুইয়ে পাঞ্জাব কিংস আর ১৪ পয়েন্ট নিয়ে তিনে মুম্বাই ইন্ডিয়ান্স। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে চারে আছে গুজরাট টাইটান্স। প্লে-অফের দৌড়ে এ চার দল-ই এগিয়ে রয়েছে। তবে এখনো সম্ভাবনা টিকে আছে দিল্লি, কলকাতা ও লক্ষ্ণৌর। ফলে উপরের চারটি দলের এখনো বাদ পড়ার ঝুঁকি আছে।
১১ ম্যাচে ১৩ পয়েন্ট দিল্লির। সমান ম্যাচে ১১ পয়েন্ট কলকাতার আর ১০ পয়েন্ট লক্ষ্ণৌর। তিনটি করে ম্যাচ বাকি রয়েছে দলগুলোর। ফলে ১৯ পয়েন্টে পৌঁছে যাওয়ার সুযোগ রয়েছে দিল্লির। কলকাতা পৌঁছাতে পারে সর্বোচ্চ ১৭ পয়েন্টে। লক্ষ্ণৌর পক্ষে ১৬ পয়েন্টের বেশি পাওয়া সম্ভব নয়।
আরও পড়ুন: এবার হত্যার হুমকি পেলেন মোহাম্মদ শামি
প্রথম চারটি দলের মধ্যে বেঙ্গালুরু ইতিমধ্যেই ১৬ পয়েন্ট তুলে নিয়েছে। মঙ্গলবারের ম্যাচে গুজরাট বা মুম্বাইয়ের মধ্যে একটি দলের সুযোগ রয়েছে ১৬ পয়েন্টে পৌঁছে যাওয়ার। ১ পয়েন্ট পেলেই পাঞ্জাব পৌঁছে যাবে ১৭ পয়েন্টে। এই দলগুলি ১৬ পয়েন্ট পার করে গেলেই লক্ষ্ণৌর প্লে-অফে ওঠার রাস্তা বন্ধ হয়ে যাবে। দিল্লি এবং কলকাতাকেও নিজেদের সব ম্যাচ জেতার পর অপেক্ষা করে থাকতে হবে বাকি দলগুলির ফলের উপর।
বেঙ্গালুরুর বাকি তিন ম্যাচ লক্ষ্ণৌ, হায়দরাবাদ এবং কলকাতার বিপক্ষে। পাঞ্জাবের খেলা বাকি দিল্লি, মুম্বাই এবং রাজস্থানের বিপক্ষে। মুম্বাই এবং গুজরাট মঙ্গলবার রাতে মুখোমুখি হবে। রোহিতদের পরবর্তী দুই ম্যাচ পাঞ্জাব এবং দিল্লির বিপক্ষে। গুজরাটের ম্যাচ বাকি থাকবে দিল্লি, লক্ষ্ণৌ এবং চেন্নাইয়ের বিপক্ষে।
আরও পড়ুন: নিষেধাজ্ঞার দুইদিন পরই মুক্ত রাবাদা
দিল্লির খেলা বাকি পাঞ্জাব, গুজরাট এবং মুম্বাইয়ের বিপক্ষে। কলকাতার খেলা বাকি চেন্নাই, হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর বিপক্ষে। লক্ষ্ণৌর ম্যাচ বাকি বেঙ্গালুরু, গুজরাট এবং হায়দরাবাদের বিপক্ষে।
]]>