আইপিএলের নিলামে অবিক্রীত তাসকিন

৪ সপ্তাহ আগে ১২
সংযুক্ত আরব আমিরাতে চলছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের নিলাম। যেখানে মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। তার কিছুক্ষণ পরই না ওঠে বাংলাদেশের আরেক পেসার তাসকিন আহমেদের। তবে তার প্রতি কোনো দল আগ্রহ না দেখানোয় অবিক্রীত থেকে যায়।

আইপিএলের নিলামে রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে মোস্তাফিজুর রহমান। নিলামে তার ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। সেখান থেকে তার দাম ওঠে ৯ কোটি ২০ লাখ রুপি। মাশরাফি, সাকিব ও লিটনের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে কলকাতায় নাম লেখালেন মোস্তাফিজুর রহমান। 

 

আরও পড়ুন: রেকর্ড মূল্যে কলকাতায় মোস্তাফিজ

 

মোস্তাফিজকে কেনার কিছুক্ষণ পর নিলামে নাম ওঠে তাসকিন আহমেদের। তার ভিত্তিমূল্য ছিল ৭৫ লাখ রুপি। তবে নিলামে কোনো দলই তাসকিনকে নিতে আগ্রহ দেখায়নি। যে কারণে অবিক্রীত থাকনে বাংলাদেশের এই পেসার। 

 

এর আগেও একাধিকবার গুঞ্জন উঠেছিল তাসকিন আহমেদের আইপিএল খেলা নিয়ে। তবে গুঞ্জন উঠলেও আইপিএলে এখনও অভিষেক হয়নি তাসকিনের। 

 

আরও পড়ুন: আইপিএলের নিলামে অবিক্রীত তাসকিন

 

বর্তমানে আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন আহমেদ। এখন পর্যন্ত দুটি ম্যাচ খেললেও তেমন আলো ছড়াতে পারেননি এই পেসার। ২ ম্যাচে ৮ ওভার বোলিং করে রান দিয়েছেন ৭৩, উইকেট পেয়েছেন মাত্র একটি। 

 

এর আগে অবশ্য শ্রীলঙ্কার লিগ এলপিএল-এ খেলেছেন তাসকিন আহমেদ। কলম্বো স্ট্রাইকার্সের হয়ে ৩ ম্যাচে ১১ ওভার বল করে ১১৩ রান খরচায় উইকেট নিয়েছেন ৪টি।

]]>
সম্পূর্ণ পড়ুন