আইপিএলে মোস্তাফিজ খেললে মাঠ ভাঙচুরের হুমকি

২ সপ্তাহ আগে
মোস্তাফিজুর রহমানকে কেনার পর থেকেই কলকাতা নাইট রাইডার্সের সমালোচনা করছে ভারতীয়দের একটি অংশ। কাটার মাস্টারকে ৯ কোটি ২০ লাখ রুপিতে নিয়েছে তারা। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে অভিযোগ তুলে তাকে না খেলানোর দাবি ওই পক্ষের।

এবার আর সমালোচনা নয়, মোস্তাফিজকে ঘিরে আইপিএল কর্তৃপক্ষকে হুমকিই দেওয়া হলো। হুমকিটি এসেছে মধ্য প্রদেশের শহর উজ্জয়নের ধর্মীয় নেতাদের কাছ থেকে। ফিজকে খেলালে বাধা তৈরি করার ও মাঠ ভাঙচুরের হুশিয়ারি তাদের। খবর ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮’র।


ভারতের মধ্য প্রদেশের রিনমুক্তেশ্বর মহাদেব মন্দিরের প্রধান পুরোহিত মহাবীর নাথ সাংবাদিকদের বলেন, তাদের লোকেরা ‘ব্যবস্থা’ নেবে। কারণ বাংলাদেশে হিন্দুদের ওপর ‘নিপীড়ন’ হচ্ছে। আরও বেশ কয়েকটি সংগঠন একই ধরনের হুমকি দিয়েছে।


আরও পড়ুন: কলকাতায় কার পারিশ্রমিক কত, মোস্তাফিজের অবস্থান কোথায় 

 

ক্ষোভের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়, গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহে দীপ চন্দ্র দাস নামে একজনকে ধর্ম অবমাননার অভিযোগে হত্যা করা হয়। তবে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে ধর্ম অবমাননার কোনো প্রমাণ পায়নি।


এদিকে গত ২৪ ডিসেম্বর রাজবাড়িতে গণপিটুনিতে মৃত্যুবরণ করেন অমৃত মণ্ডল নামে একজন। জানা যায়, পিটুনির কারণ ধর্মীয় নয়, চাঁদাবাজি সংশ্লিষ্ট। তার কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্রও পাওয়া গেছে।

]]>
সম্পূর্ণ পড়ুন