অধিনায়ক হওয়ার আগে কিছুদিন সহ-অধিনায়কের দায়িত্ব পালন করেছেন ব্রুক। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও তার নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা কতটা কাজ লাগবে ভবিষ্যতে, সেটার প্রমাণ কিছুটা মিলবে মে-জুনে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে।
নেতৃত্বের শুরুটা যেমনই হোক, প্রতিশ্রুতির জায়গায় শতভাগ ঠিকঠাক থাকতে চাইছেন ব্রুক। দলের দায়িত্ব নেয়ার আগেই না বলেছেন আইপিএলকে। আর তাতে বড় অঙ্কের অর্থপ্রাপ্তির বদলে পেয়েছেন দুই বছরের নিষেধাজ্ঞা। কিন্তু এতে খুব একটা আক্ষেপ নেই ব্রুকের। দেশের জন্য এমন আত্মত্যাগ করতে প্রস্তুত তরুণ ক্রিকেটার।
আইপিএলের এবারের আসরের জন্য মেগা নিলামে দিল্লি ক্যাপিটালস ৬ কোটি ২৫ লাখ রুপিতে ব্রুককে কিনেছিল। তবে ফিট থাকার পরেও না খেলার সিদ্ধান্ত নেন ব্রুক। কোনো কারণ ছাড়াই না খেলায় আইপিএল কর্তৃপক্ষ এই ক্রিকেটারকে দুই বছরের নিষেধাজ্ঞা দিয়েছে। তবে এটি নিয়ে মোটেও ভাবছেন না ব্রুক।
গতকাল (৯ এপ্রিল) লিডসের হেডিংলিতে সাংবাদিকদের এই ক্রিকেটার বলেন, ‘অবশ্যই এই মুহূর্তে এটা (আইপিএলে নিষেধাজ্ঞা) আমার জন্য কোনো ব্যাপার নয়। আমি শুধু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলতে চাই। গত কয়েক বছর যেভাবে দেশের প্রতিনিধিত্ব করেছি, এখনো সেভাবেই করতে চাই। আশা করি, দলকে সামনে এগিয়ে নিতে বড় প্রভাব ফেলতে পারব।’
আরও পড়ুন: ডিপিএলের সন্দেহজনক আউটের তদন্তে নেমেছে বিসিবির অ্যান্টি করাপশন ইউনিট
তিনি আরও বলেন, ‘ইংল্যান্ডই আমার অগ্রাধিকার ও এগিয়ে যাওয়ার পথ। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে আমি কিছু সময়ের জন্য পেছনে রাখছি। দিন শেষে আমি অন্য যেকোনো কিছুর চেয়ে ইংল্যান্ডের হয়ে খেলা বেশি উপভোগ করি। তাই এখানে-সেখানে কিছু টাকা হারাতে হলেও জাতীয় দলের স্বার্থে তা মেনে নেব।’
আগামী বছরের শুরুর দিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে দল এবং নিজেকে প্রস্তুত করতে ভালোই বেগ পেতে হবে ব্রুককে। মে থেকে জানুয়ারি পর্যন্ত তিন সংস্করণ মিলিয়ে ২৬টি ম্যাচ খেলবে ইংল্যান্ড। এর মধ্যে অ্যাশেজও আছে। ব্রুক তিন সংস্করণেই ইসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটার হওয়ায় সব ম্যাচই তার খেলার কথা। তাই এই সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট থেকে একটু দূরে থাকার কথা ভাবছেন তিনি।
ব্রুক বলেন, ‘আমি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট একেবারেই ছেড়ে দিইনি। কিন্তু (জাতীয় দলের) সূচির দিকে তাকালে অদূর ভবিষ্যতে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলার জন্য আমার খুব বেশি সময় নেই। সময় বের করার কোনো উপায়ও দেখছি না।’
]]>