আইপিএল শেষ ম্যাক্সওয়েলের

১ সপ্তাহে আগে
ইনজুরির কারণে এবারের আইপিএল শেষ হয়ে গেছে পাঞ্জাব কিংসের অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েলের। এই মৌসুমে ৭টি ম্যাচ খেলেছেন তিনি।

ম্যাক্সওয়েল আঙুলে চোট পেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন দলপতি শ্রেয়াস আইয়ার। বুধবার (৩০ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে টস করতে গিয়ে তিনি বলেন, ‘এটা আমাদের দুর্ভাগ্য যে ম্যাক্সওয়েলের আঙুলে চোট লেগেছে।’


ম্যাক্সওয়েল মারকাটারি ব্যাটার হিসেবে পরিচিত। তিনি একাই ম্যাচ বের করে নেওয়ার সক্ষমতা রাখেন। কিন্তু এবারের আইপিএলে তার ব্যাট হাসেইনি। ৭ ম্যাচ খেলে রান করেছেন মাত্র ৪৮। পাশাপাশি বল হাতে নিয়েছেন ৪ উইকেট। তবুও পাঞ্জাব তাকে একের পর এক ম্যাচ খেলিয়েছে।


আরও পড়ুন: কলকাতায় নারিনের বিশ্ব রেকর্ড


ম্যাক্সওয়েল ছিটকে যাওয়ায় পাঞ্জাব হয়তো নতুন কাউকে দলে নিবে। তবে কাকে নেবে, সে বিষয়টি এখনও চূড়ান্ত নয়। আইয়ার বলেন, ‘ম্যাক্সওয়েলের পরিবর্তে কোন ক্রিকেটারকে নেওয়া হবে, সেটা এখনও চূড়ান্ত হয়নি।’


রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে আইপিএলের সবশেষ ড্রাফটে তৃতীয়বারের মতো পাঞ্জাবে যোগ দেন ম্যাক্সওয়েল। এবারের মতো গত মৌসুমটাও তার ভালো কাটেনি, ১০ ম্যাচে করেছিলেন মাত্র ৫২ রান। তবে এর আগের আসরে ঝড় উঠেছিলো তার ব্যাট থেকে। সেবার ১৪ ম্যাচে ১৮০’র বেশি স্ট্রাইকরেটে ৪০০ রান করেছিলেন। ম্যাক্সওয়েল এর আগে ২০১৪ ও ২০২০ সালে পাঞ্জাবে নাম লিখিয়েছিলেন। 

]]>
সম্পূর্ণ পড়ুন