আইপিএল শুরুর আগে বিপাকে মুম্বাই

২ সপ্তাহ আগে
নতুন মৌসুম মাঠে গড়ানোর আগেই ইনজুরিতে আইপিএল থেকে ছিটকে গেছেন অনেকেই। মায়াঙ্ক যাদভ-জশ হ্যাজলউডদের পুরো টুর্নামেন্টে পাওয়া নিয়ে আছে শঙ্কা। তবে বিপাকে পড়েছে লিগের অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স। পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন লিজার্ড উইলিয়ামস ও আল্লাহ গজনফার। ইনজুরি থেকে ফিট হয়ে কবে দলের সঙ্গে যোগ দিবেন জাসপ্রিত বুমরাহ সেটাও নিশ্চিত নয়। ভারতীয় গণমাধ্যমের খবর এপ্রিলের আগে মাঠে নামতে পারবেন না এই তারকা পেসার।

বছর জুড়েই ক্রিকেটের ব্যস্ত সূচি। একটা সিরিজ শেষ না হতেই খেলোয়াড়দের উড়ে যেতে হয় অন্যটায় খেলতে। যার কারণে ক্রিকেটারদের ইনজুরি প্রবণতাও দিন দিন বাড়ছে।

 

বিশ্বের সবচেয়ে জমজমাট টি-২০ লিগ আইপিএল শুরু হতে বাকি নেই বেশিদিন। তবে লিগ মাঠে গড়ানোর আগে বেশ কিছু ক্রিকেটার ঝড়ে পড়ছে। এরই মধ্যেই তাদেরর বদলিও নিয়েছে দলগুলো। তবে আসর শুরুর আগেই বিপাকে পড়েছে অন্যতম সফল দল মুম্বাই ইন্ডিয়ান্স।

 

চোটের জন্য ছিটকে গেছেন লিজার্ড উইলিয়ামস-আল্লাহ গজনফার। এই দু'জনের পরিবর্তে করবি বশ ও মুজিবকে দলে নিয়েছে পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়নরা। তবে নতুন খবর, বিশ্বের অন্যতম সেরা পেসার জাসপ্রিত বুমরাহকে আইপিএলে শুরু থেকে পাবে না মুম্বাই।

 

গেল জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফির ম্যাচে ইনজুরিতে পড়েন বুমরাহ। এরপর থেকেই চলছে তার পুনর্বাসন। গেল বছর টি-২০ বিশ্বকাপ জেতা পেসার সেই ইনজুরির জন্যই মিস করেছেন সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিও। ধারণা করা হচ্ছিলো আইপিএলের শুরু থেকেই পাওয়া যাবে মুম্বাইয়ের গতি তারকাকে। কিন্তু ভারতীয় গণমাধ্যমের খবর এপ্রিলের আগে মাঠে নামতে পারবেন না এই তারকা পেসার।

 

আরও পড়ুন: ক্রিকেটারদের ১৩ লাখ টাকা জরিমানা করল পাকিস্তান

 

মার্চ মাসে মুম্বাই ইন্ডিয়ান্স খেলবে তিনটি ম্যাচ। সেগুলোতে বুমরাহ খেলছেন না সেটা এক রকম নিশ্চিত। বিসিসিআই'য়ের সেন্টার অব এক্সেলেন্সের মেডিকেল টিমের ক্লিয়ারেন্স পেলেই এপ্রিল থেকে মুম্বাই জার্সিতে দেখা যেতে পারে। তবে এবার বুমরাহকে নিয়ে একটু বেশি সতর্ক বিসিসিআই। সম্প্রতি মুম্বাই ইন্ডিয়াসের সাবেক বোলিং কোচ শেন বন্ড মন্তব্য করেন, সার্জারির জায়গায় বুমরাহ আবারো চোট পেলে তার ক্যারিয়ারই শেষ হয়ে যেতে পারে। যার জন্য শতভাগ নিশ্চিত না হয়ে তাকে ছাড়পত্র দেবে না বিসিসিআই মেডিকেল টিম।

 

আগামী ২২ মার্চ শুরু হবে আইপিএলের ১৮তম আসর। এরপর দিন চিদম্বরমে ধোনীর চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে মুম্বাই।

 

আরও পড়ুন: বেশি দামের চাপ অনুভব করছেন কলকাতার অলরাউন্ডার!

]]>
সম্পূর্ণ পড়ুন