বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট আইপিএল। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সারা পৃথিবীতে লাখ লাখ সমর্থক টুর্নামেন্টটি উপভোগ করেন। আর মাঠে তো সমর্থকদের সরব উপস্থিতি থাকেই। যে দলের-ই খেলা থাকুক, কানায় কানায় পূর্ণ থাকে গ্যালারি। ভারতীয় সমর্থকদের বাইরে অনেক বিদেশিও ভারতে গিয়ে আইপিএলের ম্যাচ উপভোগ করেন।
এমন জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আইপিএলের টিকিট ক্রয়ে বাড়ানো হয়েছে জিএসটি (পণ্য ও পরিষেবা কর)। ভারতের কেন্দ্রীয় সরকার ১২ শতাংশ জিএসটি বাড়িয়েছে আইপিএলের টিকিটে। আগে আইপিএলের টিকিট কিনতে ২৮ শতাংশ জিএসটি দিতে হতো। এ বার থেকে ৪০ শতাংশ জিএসটি দিতে হবে।
আরও পড়ুন: কাঠামোগত পরিবর্তন আনছে রাজস্থান, প্রধান কোচের পদ ছাড়লেন দ্রাবিড়
অন্যান্য বিলাসবহুল পণ্যের মতো আইপিএলের টিকিটকেও রাখা হয়েছে জিএসটি কাঠামোর সর্বোচ্চ ধাপে। কারণ কেন্দ্রীয় সরকার আইপিএলের ম্যাচকে ব্যয়বহুল বিনোদন হিসেবেই দেখছে। ফলে মাঠে বসে টুর্নামেন্টটি দেখতে আগামী মৌসুম থেকে বেশি অর্থ খরচ করতে হবে সমর্থকদের।
ধরা যাক, আইপিএলের কোনো ম্যাচের টিকিটের দাম ১০০০ রুপি। আগে করসহ দিতে হতো ১২৮০ রুপি। এ বার থেকে সেটাই ১৪০০ রুপি হয়ে যাচ্ছে। একইভাবে ৬৪০ রুপির টিকিটের দাম বেড়ে হচ্ছে ৭০০ রুপি। ২০০০ রুপির টিকিটের দাম ২৫৬০-এর বদলে হচ্ছে ২৮০০ রুপি। তার পরে স্টেডিয়াম ফি এবং অনলাইন বুকিং বাবদ খরচও রয়েছে। ফলে এক লাফে কয়েকশ রুপি অতিরিক্ত খরচ করতে হবে সমর্থকদের।
আরও পড়ুন: ট্রফি প্যারেডে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা আরসিবির
তবে আইপিএলের টিকিটে খরচ বাড়লেও আন্তর্জাতিক বা অন্যান্য ঘরোয়া ক্রিকেট ম্যাচে ১৮ শতাংশ-ই জিএসটি রেখেছে ভারতের কেন্দ্রীয় সরকার।
]]>