বিশ্বকাপে শেষ পর্যন্ত নিজেদের ম্যাচের ভেন্যু পরিবর্তন হলেও, সেখানে সমস্যা দেখছেন না সাইফ উদ্দিন-সাকিবরা। একই ধরনের কন্ডিশন হওয়ায় ভেন্যু পরিবর্তন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলেই মত তাদের।
চারপাশের কোনো কিছুই তাকে খুব একটা ছুঁয়ে যায় না। স্বল্পভাষী ফিজ সাফল্য বা ব্যর্থতায় ভেসে যান না কখনোই। তাই তো টিম বাসে গান শোনার খবরে যেমন শিরোনাম হন, তেমনি আইপিএল থেকে বাদ পড়ার পরও দেখাননি কোনো প্রতিক্রিয়া।
গণমাধ্যমকে এ বিষয়ে তার জাতীয় দলের সতীর্থ সাইফউদ্দিন বলেন, ‘মোস্তাফিজ আমাদের জন্য অনেক বড় একটা সম্পদ। ওর সঙ্গে (জাতীয় দলের) ড্রেসিংরুম ভাগাভাগি করতে পেরে আমরা গর্বিত। গত ম্যাচে রংপুরের বিপক্ষে খেলা শেষে যখন আমরা একসঙ্গে খাচ্ছিলাম, ওকে আমার সঙ্গে বসতে ডাক দিলাম। আমরা যতটা চিন্তিত বা হতাশ, ওকে দেখে একদমই মনে হয়নি। বরং সে নির্ভার ছিল। ও সব সময় যেমন থাকে, ওই রকমই মনে হয়েছে। তো চিন্তা করলাম, ও এতে শান্ত আছে আমরা এত চিন্তা করে লাভ কি। আমরাও তাহলে শান্ত থাকি।’
অথচ তার পাশে পুরো দেশ। শেষ কবে একজন ক্রিকেটারের পাশে এভাবে পুরো দেশ দাঁড়িয়েছিল সেটা বলা কঠিন। তাই তো বিপিএল-এ খেললেও ভারত-বাংলাদেশ ক্রিকেট যুদ্ধ নিয়ে আগ্রহ সবার। ভারত ক্রিকেট বোর্ডের আচরণ ভালোভাবে নেয়নি ফিজের সতীর্থরাও। তাই আগামীতে আইপিএল নিলামে নাম দেওয়ার আগে দ্বিতীয়বার ভেবে দেখতে চান তানজিম হাসান সাকিব।
তিনি বলেন, ‘ক্রিকেটে রাজনীতি না আসাটাই ভালো। আমরা রাজনীতির দিকটা চিন্তা করি না। খেলোয়াড় হিসেবে আইপিএল খেলার ইচ্ছা থাকে। ওই হিসেবে আমরা নাম দেই। পরবর্তী বছরে এজেন্টদের সঙ্গে কথা বলে চিন্তা করে নাম দেব বা দেব না।’
আরও পড়ুন: আইপিএলে অবহেলিত মোস্তাফিজকে লুফে নিলো পিএসএল
ক্রিকেট বোর্ড আইসিসিকে জানিয়ে দিয়েছে নিজেদের অবস্থান। সেখান থেকে বুলবুলের বোর্ড সরে আসবে না পাওয়া যাচ্ছে এমন আভাসও। বোর্ডের মত ক্রিকেটাররাও ভাবছেন ভেন্যু পরিবর্তনের কথা। তবে ভারতের সঙ্গে খুব বেশি পার্থক্য দেখেন না তানজিম সাকিব ও সাইফউদ্দিন। তাই শ্রীলঙ্কায় খেলতে হলেও খুব বেশি চিন্তিত নয় বাংলাদেশ দল।
তানজিম সাকিব বলেন, ‘শ্রীলঙ্কার এবং ভারতের উইকেটের মধ্যে খুব একটা পার্থক্য নেই। আমি মনে করছি না, খুব একটা সমস্যা হবে পরিককল্পনায়।
সাইফউদ্দিন বলেন, ‘জানি না আসলে কি হবে। আমরা যেকোনো ভেন্যুতে খেলতে সব সময় প্রস্তুত থাকি। যেহেতু শ্রীলঙ্কার কন্ডিশনে কিছুদিন আগে টি-টোয়েন্টি সিরিজ এবং টেস্ট সিরিজ পূর্ণাঙ্গ খেলে এসেছি, আমাদের জন্য মানিয়ে নিতে সুবিধা হবে। ভারত হোক বা শ্রীলঙ্কায়, আমরা সব সময় প্রস্তুত। বিশ্বকাপের মতো বড় ইভেন্ট, আমরা সব খেলোয়াড়ই মুখিয়ে আছি খেলার জন্য।’
আরও পড়ুন: বাংলাদেশ না গেলে ভারতের কত লোকসান হতে পারে এবং কীভাবে
অবশ্য বিশ্বকাপ নিয়ে এখনই এতটা ভাবতে চান না তারা। বিপিএল শেষে শুরু হবে বিশ্বকাপ প্রস্তুতি।

৩ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·