আইপিএল খেলতে ফিরবেন না মঈন, আরেক বিদেশিকে নিয়েও ধোঁয়াশায় কলকাতা

১ সপ্তাহে আগে
ভারত-পাকিস্তান সংঘাত বিরতির পর ফের শুরু হচ্ছে আইপিএল। তবে পরিস্থিতি স্বাভাবিক হলেও ভারতে যেতে রাজি হচ্ছেন না অনেক বিদেশি ক্রিকেটার। না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা নাইট রাইডার্সের অলরাউন্ডার মঈন আলী। ধোঁয়াশা তৈরি হয়েছে রভম্যান পাওয়েলকে নিয়েও। ফলে টুর্নামেন্টের বাকি অংশ চালিয়ে নিতে বড় হিমশিম-ই খেতে যাচ্ছে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি।

বৃহস্পতিবার (১৫ মে) মঈন আলীর আইপিএলে না ফেরার সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ইএসপিএন ক্রিকইনফো’। ব্যক্তিগত কারণে আর আইপিএলের বাকি অংশে খেলতে আসবেন না বলে জানিয়েছেন তিনি। এবারের আসরে কলকাতার হয়ে ৬টি ম্যাচ খেলেছিলেন মঈন।

 

আরও পড়ুন: মাঝপথে পিএসএল ছেড়ে আইপিএলে নাম লেখালেন মেন্ডিস

 

এদিকে রভমান পাওয়েলকে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। চোট রয়েছে ক্যারিবীয় অলরাউন্ডারের। যা সময়মতো সারতে নাও পারে। তাই কম মেয়াদের জন্য অন্তত এক জন ক্রিকেটারকে দলে নিতে চাইছে কলকাতা।

 

ভারত-পাকিস্তান সংঘাত শুরু হওয়ার পর কলকাতায় থাকা ওয়েস্ট ইন্ডিজের সব ক্রিকেটারই চলে গিয়েছিলেন দুবাইয়ে। মেন্টর ডোয়েন ব্র্যাভোও সেখানে ছিলেন। দুবাই থেকেই পাওয়েলের চোটের খবর জানা গিয়েছিল। তবে প্রত্যেকেই বেঙ্গালুরুতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছেন।

 

আরও পড়ুন: আইপিএলের বাকি অংশে থাকছে না চিয়ার লিডার!

 

কলকাতার অন্য বিদেশিরাও অবশ্য যোগ দিয়েছেন। সাউথ আফ্রিকার কুইন্টন ডি’কক ও অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসন এবং আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ ইতোমধ্যে বেঙ্গালুরুতে পা রেখেছেন। বৃহস্পতিবার এবং শুক্রবার বিকেলে চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করবে কলকাতা। শনিবার (১৭ মে) তারা বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে।

]]>
সম্পূর্ণ পড়ুন