আইএলটি২০ শুরু হবে ডিসেম্বরের প্রথম সপ্তাহে

৪ সপ্তাহ আগে
আইএলটি২০’র আগের তিনটি আসরই বসেছিল জানুয়ারির দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহে। চতুর্থ আসরে তার ব্যতিক্রম হচ্ছে, প্রতিযোগিতাটি এক মাস এগিয়ে আসছে। এবার আসর বসবে ডিসেম্বর মাসে, শেষ হবে জানুয়ারিতে। খবর ক্রিকইনফোর।

২ ডিসেম্বর শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে গতবারের দুই ফাইনালিস্ট দুবাই ক্যাপিটালস ও ডেসার্ট ভাইপার্স। ৩ ডিসেম্বর মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্স ও আবুধাবি নাইট রাইডার্স। গালফ জায়ান্টস ও এমআই এমিরেটস মুখোমুখি নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৪ ডিসেম্বর। লিগ পর্বে দুটি করে ম্যাচ রাখা হয়েছে চারদিনের খেলায়। লিগপর্ব শেষ হবে ২৮ ডিসেম্বর।


৩০ ডিসেম্বর থেকে অনুষ্ঠিত হবে নকআউটপর্বের খেলা। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে টেবিলের সেরা দুটি দল। জয়ীরা চলে যাবে ফাইনালে, হারা দল দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলবে এলিমিনেটর জেতা দলের বিপক্ষে। এলিমিনেটর হবে ১ জানুয়ারি, ২ জানুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার। ফাইনাল অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি।


আরও পড়ুন: সাকিবের রেকর্ডে ভাগ বসালেন নবি


আইএলটি২০’র আগের তিনটি আসরের খেলা হয়েছিল দেশটির তিন ভেন্যু দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম ও শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। এবারও এই তিন মাঠেই অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটির ৩৪টি ম্যাচ।


গত আসরে ডেসার্টের বিপক্ষে ৪ উইকেটে জিতেছিল দুবাই ক্যাপিটালস। তার আগের দুটি আসরের শিরোপাই যায় এমআই এমিরেটসের ট্রফি ক্যাবিনেটে।

]]>
সম্পূর্ণ পড়ুন