আইএলটি-টোয়েন্টিতে দল না পেয়ে বিগ ব্যাশে পুরো সময় খেলার প্রতিশ্রুতি অশ্বিনের

১ সপ্তাহে আগে
রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে অবসর নিয়ে আরেকটা ঘোষণা দিয়েছিলেন। বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে চষে বেড়াতে চান তিনি। সেই উদ্দেশ্যকে সামনে রেখে নাম দিয়েছিলেন বিগ ব্যাশ ও আইটিএলটি২০-তে। এরইমধ্যে বিগ ব্যাশে দলও পেয়ে গিয়েছেন।

বিগ ব্যাশে অশ্বিন সিডনি থান্ডারের হয়ে খেলবেন। এরইমধ্যে সব পাকাপোক্ত। তবে সিডনির সঙ্গে গ্রুপপর্বের কয়েকটি ও প্লেঅফের ম্যাচগুলো খেলার ব্যাপারে সম্মতি দিয়েছিলেন তিনি। কারণ তার আগ্রহের তালিকায় ছিল আরব আমিরাতের আইএলটি২০-ও। দুটো লিগ কিছুটা সাংঘর্ষিক, আইএলটি২০ ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ৪ জানুয়ারি, বিগ ব্যাশের সময়কাল ১৪ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি।


আইএলটি২০-তে অশ্বিন দল পাননি। গতকাল অনুষ্ঠিত নিলামের আগে সর্বোচ্চ দামে নাম জমা দিয়েছিলেন, তার ভিত্তিমূল্য ধরা হয়েছিল ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার (১ কোটি ৪৬ লাখ টাকা)। নিলামের প্রথম রাউন্ডে এই দামে তাকে কিনতে কেউ আগ্রহ দেখায়নি। ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, নিলামের পরের রাউন্ড শুরু হওয়ার আগেই নাকি অশ্বিন নিজ থেকে বলে নাম প্রত্যাহার করে নেন।


আরও পড়ুন: এশিয়া কাপের পারফরম্যান্স, ভারপ্রাপ্ত অধিনায়ক ও সাইফকে নিয়ে লিটন কী বললেন


অশ্বিন বলেন, ‘আইএলটি২০-তে খেলার জন্য মৌখিকভাবে সম্মতি দিয়েছিলাম। তারা আমাকে খুবই কম টাকা অফার করছিল। যে কারণে থান্ডারের চুক্তির পর আইএলটি২০’র নিলামের কয়েকদিন আগেই নাম সরিয়ে নিতে ইচ্ছে হয়েছিল। যেহেতু কথা দিয়ে ফেলেছিলাম, কথাটা রাখি। তবে আমি নিজের দাম কমাতে চাইনি।’


আইএলটি২০-তে দল পাওয়ায় বিগ ব্যাশে পুরো মৌসুম খেলতে বাধা নেই অশ্বিনের। তিনি আগের চুক্তি বদলে পুরো মৌসুম খেলার ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকেই বিগ ব্যাশে অশ্বিনকে দেখা যেতে পারে। সিডনি থান্ডার সেদিন বেল্লেরিভ ওভালে নিজেদের প্রথম ম্যাচে রিশাদ হোসেনদের হোবার্ট হারিকেন্সের মুখোমুখি হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন