লন্ডনে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা আইএমওর মেরিন এনভায়রনমেন্ট প্রোটেকশন কমিটির ৮৩তম অধিবেশন। আর সেখানে প্রথমবারের মতো বাংলাদেশি জাহাজের মডেল প্রদর্শিত হয়।
এ সময় বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড লিমিটেডে নির্মিত জাহাজ বিসিজিটি প্রত্যয়ের মডেলটি আইএমওর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ এবং উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন যৌথভাবে উদ্বোধন করেন।
প্রথমবারের মতো কোনো বাংলাদেশি জাহাজের মডেল আইএমও'র সদরদফতরে প্রদর্শিত হলো—যা বর্তমান সরকারের একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।
আরও পড়ুন: মেরিটাইম সেক্টরে বিদেশিদের বিনিয়োগের আগ্রহ বাড়ছে: উপদেষ্টা
এতে ২০২৬-২৭ সালের জন্য তারা আইএমও কাউন্সিলের ক্যাটাগরি 'সি' সদস্যপদে বাংলাদেশকে পুনঃনির্বাচনের জন্য আন্তর্জাতিক সমর্থন চেয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম
এসময় বাংলাদেশের অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরেন নৌপরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।
বাংলাদেশের পক্ষ থেকে পরিবেশ সুরক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, আইএমও'র কনভেনশন বাস্তবায়ন, ডিজিটালাইজেশন এবং নারীর অংশগ্রহণসহ নানা উন্নয়ন, অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা বিভিন্ন দেশের প্রতিনিধিদের মাঝে তুলে ধরেন তিনি।
সমুদ্র দূষণ রোধে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বাংলাদেশ রয়েছে উল্লেখ করে তিনি প্লাস্টিক বর্জ্যে বাংলাদেশের নদী দূষণ ঠেকাতে আইন পরিবর্তন করে কঠোর করার পরিকল্পনার কথাও জানান।
]]>