‘আইএমএফের প্রেসক্রিপশন কাজ করছে না’, ‘পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই’

১ সপ্তাহে আগে
প্রতিদিন পাঠকের কাছে দেশের আলোচিত ঘটনা, রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক পরিস্থিতি, সমাজের পরিবর্তন এবং বিশ্বমঞ্চের নতুন বার্তা তুলে ধরে সংবাদপত্রগুলো। তথ্যপিপাসুদের তথ্যের চাহিদা মেটাতে সময় সংবাদ দেশের প্রধান প্রধান সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম পাঠকের সামনে তুলে ধরছে। এক নজরে জেনে নিন দেশের প্রধান সংবাদপত্রগুলোর প্রতিবেদন।

দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় মঙ্গলবার (৬ জানুয়ারি) প্রকাশিত কিছু খবর নিচে তুলে ধরা হলো।

 

‘ডেভিল’ ধরার নামে চলছে নির্বিচারে গ্রেফতার - দৈনিক ইত্তেফাকের প্রথম পাতার খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে নির্বিচারে গ্রেফতার করছে বলে অভিযোগ উঠেছে। ‘অপারেশন ডেভিল হান্ট’ ও ‘ডেভিল হান্ট ফেজ-২’ নামে দুই দফায় চালানো এই অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ২৭ হাজার ৬৯ জনকে গ্রেফতার করা হয়।

 

 


বিশেষ এই অভিযানের পাশাপাশি জুলাই-আগস্ট আন্দোলন পরবর্তীতে দায়ের করা বিভিন্ন মামলা, ওয়ারেন্ট ও অভিযোগের মূলে গ্রেফতার হয় ৬০ হাজার। সব মিলিয়ে ৫ আগস্ট পরবর্তী এ পর্যন্ত ৫২০ দিনে রাজনৈতিক বিবেচনায় ৮৭ হাজার জনকে গ্রেফতার করা হয়। এর পাশাপাশি বিভিন্ন মামলায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন ছাড়াও অন্য দলের কর্মী-সমর্থকদের গ্রেফতারের অভিযোগ রয়েছে।

 

বিএনপির ৮৩ শতাংশ প্রার্থী কোটিপতি, শতকোটি ৭ জন - দৈনিক সমকালের প্রধান খবর এটি। 

 

প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ দেখিয়েছেন ফেনী-৩ আসনের আবদুল আউয়াল মিন্টু। স্থাবর ও অস্থাবর মিলিয়ে তাঁর সম্পদমূল্য ৫০৭ কোটি ৮০ লাখ ১৮ হাজার ১৭১ টাকা। স্ত্রী নাসরিন ফাতেমা আউয়ালের সম্পদ যোগ করলে তা দাঁড়ায় ৬০৭ কোটি চার লাখ ৬৬ হাজার ৮৬৯ টাকা।

 

 

 

বিএনপির প্রার্থীদের মধ্যে এ রকম শতকোটি টাকার বেশি সম্পদের মালিক রয়েছেন আরও অন্তত ছয়জন। চট্টগ্রাম-৪ আসনের আসলাম চৌধুরী পেশা হিসেবে সাংবাদিকতা ও ব্যবসা দেখালেও তাঁর রয়েছে ৪৫৬ কোটি ৯৫ লাখ টাকার সম্পদ। এ ছাড়া জালাল উদ্দিনের (চাঁদপুর-২) ২২০ কোটি টাকা, জাকারিয়া তাহের সুমনের (কুমিল্লা-৮) ২০৪ কোটি, মো. সফিকুর রহমান কিরণের (শরীয়তপুর-২) ১৭৭ কোটি, হারুনুর রশিদের (চাঁদপুর-৪) ১৬০ কোটি ও সাইদ আহমেদের (শরীয়তপুর-১) ১৫০ কোটি টাকার সম্পদ রয়েছে।

 

আইএমএফের প্রেসক্রিপশন কাজ করছে না, মূল্যস্ফীতি আবার বাড়তে শুরু করেছে - দৈনিক বণিক বার্তার প্রধান খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, সুদহার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের যে প্রেসক্রিপশন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে দেয়া হয়েছিল, সেটি কাজে আসছে না। দেশে মূল্যস্ফীতি আবারো বাড়তে শুরু করেছে। গত নভেম্বরের পর ডিসেম্বরেও মূল্যস্ফীতি বেড়ে প্রায় সাড়ে ৮ শতাংশে উন্নীত হয়েছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) থেকে জানানো হয়েছে।

 

 


 

মূল্যস্ফীতি এমন এক সময় বাড়ছে যখন দেশের ডলার সংকট অনেকটা কেটে গেছে, ব্যালেন্স অব পেমেন্ট (বিওপি) উদ্বৃত্তের ধারায় ফিরেছে, বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে এবং বিনিময় হারও স্থিতিশীল হয়েছে।

 

মুস্তাফিজকে ছাপিয়ে বৈরী সম্পর্কের দিকে মোড় - দৈনিক কালের কণ্ঠের প্রধান সংবাদ এটি। 


প্রতিবেদনটিতে বলা হয়েছে, ক্রিকেটার মুস্তাফিজ ঝড় এখন খেলার মাঠ ছাড়িয়ে বাংলাদেশ-ভারতের রাজনীতির মাঠে। আইপিএলে বাংলাদেশের মুস্তাফিজকে বাদ দেয়ার ক্রিয়া-প্রতিক্রিয়ায় উভয় দেশের কূটনৈতিক সম্পর্কে এখন চলছে পাল্টাপাল্টি। বাংলাদেশ আর ভারতেই খেলতে যাবে না-সাফ জানিয়ে দেয়ার পর এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলার সূচিই পরিবর্তন নিয়ে জোর আলোচনা। এদিকে বাংলাদেশ শুধু খেলতে যাওয়াই বাতিল করেনি; একই সঙ্গে বাংলাদেশে আইপিএলের সম্প্রচারও নিষিদ্ধ করেছে।

 

 

 


আগে থেকেই উভয় দেশের সম্পর্কের শীতলতার মধ্যে মুস্তাফিজ ইস্যুতে নতুন করে দ্বিপক্ষীয় সম্পর্কের আরো অবনতি হচ্ছে। খোদ ভারতের বর্ষীয়ান রাজনীতিবিদ শশী থারুর ভারতের এমন কর্মকাণ্ডে তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, এমন বিব্রতকর পরিস্থিতি তৈরির জন্য ভারত নিজেই দায়ী। সব মিলিয়ে খেলার মাঠে দর্শকরা যখন মুস্তাফিজের বোলিং ঝড় আর চার-ছয়ে মাতোয়ারা হওয়ার কথা; সেখানে খেলার গরমের বদলে দেশ দুটির বৈরী সম্পর্কের মাত্রা তীব্র হচ্ছে।


পরবর্তী সরকারের দিকে তাকিয়ে সবাই - দৈনিক যুগান্তরের প্রধান খবর এটি। 


প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে ক্ষণগণনা। সে হিসাবে নির্বাচনের বাকি আছে আর ৩৬ দিন। এ দিনগুলো দেশের মানুষের জন্য স্বস্তির নাকি উৎকণ্ঠার হবে, তা নির্ভর করছে অন্তর্বর্তীকালীন সরকারের আন্তরিকতার ওপর। সরকারের হয়ে নির্বাচন অনুষ্ঠানে কাজ করার কথা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

 

 

 


তবে পরবর্তী সরকার কে বা কোন দলের হবে, সে হিসাবনিকাশ শুরু হয়েছে পুলিশসহ বেসামরিক প্রশাসনে। আর এ কারণেই কাজের চেয়ে আগামী সরকারের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন অনেকে। পুলিশ তথা আইনশৃঙ্খলা বাহিনী রুটিন কিছু কাজ নিয়ে আছে। তবে রুটিন কাজ চললেও বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধিকাংশ কর্মকর্তা আড্ডায় পার করছেন সময়।

]]>
সম্পূর্ণ পড়ুন