অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আইএমএফের প্রধান কার্যালয়ে সোমবার (২৩ জুন) সংস্থাটির নির্বাহী পর্ষদের বৈঠকে বিষয়টি অনুমোদিত হয়েছে। দু-একদিনের মধ্যে ঋণের অর্থ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে যুক্ত হবে।
এর আগে তিন কিস্তিতে ২৩১ কোটি ডলার পেয়েছিল বাংলাদেশ। ২০২৩ সালের ২ ফেব্রুয়ারি প্রথম কিস্তির ৪৭ কোটি ৬৩ লাখ ডলার পায় বাংলাদেশ। একই বছরের ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ১০ লাখ ডলার এবং ২০২৪ সালের জুনে তৃতীয় কিস্তির ১১৫ কোটি ডলার বাংলাদেশ পেয়েছে।
আরও পড়ুন: জুনের মধ্যেই আইএমএফের ১.৩ বিলিয়ন ছাড়
বাকি রয়েছে ঋণের ২৩৯ কোটি ডলার। সোমবার নতুন করে দুই কিস্তির প্রস্তাব অনুমোদিত হওয়ার পর বাকি থাকবে ১২৯ কোটি ডলার, যা পাওয়া যাবে আরও দুই কিস্তিতে।
]]>