আইএইএর সঙ্গে সম্পর্ক স্থগিতের বিল অনুমোদন করলেন ইরানের প্রেসিডেন্ট

১ দিন আগে
আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সম্পর্ক স্থগিতের বিল অনুমোদন করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এর ফলে আন্তর্জাতিক পরিদর্শকরা এখন আর ইরানের পারমাণবিক স্থাপনায় ঢুকতে পারবেন না।

ইরান-ইসরাইল সংঘাতের সময় জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে তেহরান। গত সপ্তাহে ইরানের পার্লামেন্টে সংস্থাটির সঙ্গে সম্পর্ক স্থগিতের বিল পাস হয়। 

 

এর মাত্র ছয়দিন পর বুধবার (২ জুলাই) বিলটি অনুমোদন করে স্বাক্ষর করলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজশকিয়ান। এর ফলে ইরানে আইএইএর পরিদর্শকদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

 

এদিকে ইসরাইলের হামলার পর হরমুজ প্রণালীতে মাইন বসানোর প্রস্তুতি নিয়েছিল ইরান। মার্কিন গোয়েন্দাদের বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রয়টার্সের এক প্রতিবেদনে।

 

আরও পড়ুন: ইরানের কাছ থেকে লিখিত বার্তা পেলো সৌদি আরব

 

গত মাসে ইরানের সঙ্গে ইসরাইল-যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের জেরে হরমুজ প্রণালী বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেয় তেহরান। শঙ্কা তৈরি হয় বিশ্বব্যাপী জ্বালানির বাজারে ব্যাপক সংকটের। 

 

এবার আরও ভয়াবহ তথ্য প্রকাশ করেছে মার্কিন গোয়েন্দারা। তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের দাবি, যুদ্ধের সময় পারস্য উপসাগরে ইরানি সামরিক বাহিনীর জাহাজে মাইন বোঝাই করা হয়েছিল।

 

বিশ্লেষকরা বলছেন, ইরানের এমন প্রস্তুতি ইঙ্গিত দিচ্ছে, বিশ্বের অন্যতম ব্যস্ত এ বাণিজ্য পথ বন্ধ করার বিষয়ে তেহরান সত্যিই অগ্রসর হতে চেয়েছিল। প্রায় ২১ মাইল দীর্ঘ এই প্রণালী দিয়েই সৌদি আরব, কুয়েত, ইরাক, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের ব্যাপক পরিমাণ তেল ও গ্যাস রপ্তানি হয়। ইরান নিজেও এই পথ ব্যবহার করে।

 

আরও পড়ুন: গাজায় ইসরাইলি ‘গণহত্যায়’ সহযোগী কোম্পানিগুলোর তালিকা প্রকাশ

 

এদিকে ইউরোপীয় ইউনিয়নের ইসরাইলের প্রতি একতরফা সমর্থন আগামী দিনে পরিস্থিতি আরো জটিল করে তুলবে বলে শংকা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি জানিয়েছেন, তেহরান যুদ্ধ শুরু করেনি, তবে তাদের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে তেল আবিব আন্তর্জাতিক নীতি লঙ্ঘন করেছে।

 

অন্যদিকে ইসরাইলের বেনগুরিয়ন বিমানবন্দরে ইরান সমর্থিত ইয়েমেনের হাউথি বিদ্রোহীদের ক্ষেপনাস্ত্র হামলার পর প্রতিশোধের হুমকি দিয়েছে তেল আবিব। প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ হুঁশিয়ারি দিয়ে বলেন, ইয়েমেনেও ইরানের মতো হামলা চালানো হতে পারে।
 

]]>
সম্পূর্ণ পড়ুন