আংটি বদলের ছবি পোস্ট করে যা লিখলেন হান্নান মাসউদ

৩ সপ্তাহ আগে
অনেকটা চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি তিনি জানান।

 

একজন পুরুষ ও আংটি পরা একজন নারীর হাত ধরে রেখেছেন, এমন একটি ছবি পোস্ট করে মাসউদ লিখেছেন, “‘আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়।’ (সূরা আন-নাবা, আয়াত ৮)। আলহামদুলিল্লাহ।”

 

ওই পোস্টের কমেন্টে এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘আল্লাহ সার্বিক কল্যাণ দিক।’

 

দলীয় বিভিন্ন সূত্রের তথ্যমতে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আবদুল হান্নান মাসউদ ও শ্যামলী সুলতানা জেদনীর বাগদান সম্পন্ন হয়। শ্যামলী বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেত্রী। 

 

আরও পড়ুন: নতুন করে ক্ষমতায় এলে কী মধু খাওয়াবে মানুষ বুঝে গেছে: চরমোনাই পীর

]]>
সম্পূর্ণ পড়ুন