মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার চিলারং ইউনিয়নের মোলানী উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল।
তিনি বলেন, ‘এ রকম আমার অনেক ছাত্র আছে। যারা চাকরিতে টিকে গেছে। আমার সঙ্গে দেখা করত না। আমরা এমনটা চাই না। এই দেশটা বদলাতে চাই। তুমি যেই দলই কর, তুমি এই দেশেরই মানুষ; এই দেশের নাগরিক; তোমার একটা মত থাকতেই পারে।’
আরও পড়ুন: আমরা আরেকটা গাজায় পরিণত হতে চাই না: ফখরুল
তিনি আরও বলেন, ‘কেউ বিএনপি করতে পারেন, কেউ আওয়ামী লীগ করতে পারেন; কেউ জামায়াতে ইসলামী করতে পারেন; আবার কেউ ছেলেদের নতুন দল করতে পারেন। তার জন্য কি সম্পর্ক নষ্ট হয়ে যাবে; তার জন্য দেখা সাক্ষাৎ হবে না।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপির দলটা আপনাদের, ধানের শীষ তো আপনাদের; রক্ষা করার দায়িত্বও আপনাদের। আরেকটা কথা বিএনপি নেতাকর্মীদের কাছে। কেউ যেন আওয়ামী লীগের মতো অন্যায় না করেন। অন্যায় করতে গেলে মানুষ ক্ষমা করবে না। ভালোবাসবে না। ওই আওয়ামী লীগকে যেভাবে ছুড়ে ফেলে দিছে, আপনাদেরও ছুড়ে ফেলে দেবে। সুতরাং কেউ যেন অন্যায় না করে।’
আরও পড়ুন: রাখাইনে ‘মানবিক করিডর’ ইস্যুতে আলোচনার দরকার ছিল: ফখরুল
নেতাদের অনুরোধ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘নিজেরা অত্যন্ত শক্ত হয়ে এ ধরনের অপকর্মগুলোকে বন্ধ করবেন। আমাদের জেলার নেতৃবৃন্দদের বলবেন, না হলে পুলিশের হাতে তুলে দেবেন। এখানে যেন কেউ অন্যায় কাজ করতে না পারে।’
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিনসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।