আ. লীগের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন

১ দিন আগে
জুলাই গণঅভ্যুত্থানের আহত ও শহীদ পরিবারের বেশ কিছু সদস্য ফ‍্যাসিস্ট আওয়ামী লীগ এবং এর দোসরদের বিচারের দাবিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে মানববন্ধন করেছে।

বুধবার (১৪ মে) দুপুরে এই মানববন্ধনে অংশ নিয়ে শহীদ পরিবারের সদস্যরা অনতিবিলম্বে এই আওয়ামী লীগ সরকারের বিচার চেয়েছেন। 


তারা বলেন, শুধু শেখ হাসিনা এবং সরকারের তৎকালীন মন্ত্রীদের বিচার করলেই এই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে না-সেসময় যারা ছাত্র জনতার ওপর হামলা করেছে তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।


আরও পড়ুন: জামায়াত হাসিনার অপকর্মকে মাফ করলেও বিএনপি করবে না: এ্যানি


এসময় তারা অভিযোগ করে আরও বলেন, বেশ কিছু জায়গায় জুলাই হত্যাকাণ্ডের মামলায় রাতে আটক হলে সকালে ছাড়া পেয়ে যাচ্ছেন। শহীদের রক্তের ওপর দাঁড়ানো এই সরকারের আমলে এমন ঘটনা ঘটতে পারে না। শহীদ ও আহত পরিবারের সদস্যরা নিরাপত্তার শঙ্কায় রয়েছেন বলেও জানান তারা।

]]>
সম্পূর্ণ পড়ুন