শনিবার (২২ মার্চ) বিকেলে শহরের পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিল শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এতে নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতারাসহ স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
পরে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন- জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আশ্রাফ মাহাদী, যুগ্ম মুখ্য সংগঠক মো: আতাউল্লাহ, কেন্দ্রীয় সংগঠক জিহান মাহমুদ। এছাড়া সভায় আক্কাস মীর, জয়তি চৌধুরী, শাহিল আহম্মেদ, শেখ আরিফ বিল্লাহ আজিজসহ জেলা উপজেলা পর্যায়ের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আ.লীগ নিষিদ্ধের দাবিতে ইনকিলাব মঞ্চের মাসব্যাপী গণসংযোগ শুরু
এ সময় বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থান ছিল ছাত্র-জনতার। সেখানে সেনাবাহিনীর কোনো অভ্যুত্থান ছিল না। ভারতের প্রেসকিপশনে যদি বিচার না করে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করা হয় তাহলে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হবো। তবু বাংলাদেশে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেয়া হবে না।