আ.লীগ-বিএনপি-জাপার শাসন দেখেছি, আর দেখার কিছু নেই: রেজাউল করীম

২ দিন আগে
খুনি, জালেম ও অর্থ পাচাকারীদের নিষিদ্ধ করা নিয়ে টালবাহানা করলে, তা বাংলাদেশের জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

মঙ্গলবার (১৩ মে) বিকেলে রাজশাহী নগরীর জিরোপয়েন্টে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।


তিনি বলেন, ‘নিষিদ্ধ করা নিয়ে কৌশলী রাজনীতি বাংলাদেশের জনগণ দেখতে চায় না।’

আরও পড়ুন: এত সমর্থন নিয়ে কেউ ক্ষমতায় যায়নি তবুও আপনারা ব্যর্থ: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আরও বলেন, ‘আওয়ামী লীগ, বিএনপি জাতীয় পার্টির শাসন আমরা দেখেছি। নতুন করে দেখার কিছু নেই। এখন শুধু একটাই নীতি-আদর্শ, যার নাম ইসলাম। মুসলমান কখনই ইসলামী নীতি আদর্শের বাইরে থাকতে পারে না।’


তিনি বলেন, ‘যারা সংখ্যালঘু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষ রয়েছেন, তারাও শান্তির লক্ষ্যে এই নীতি আদর্শের সঙ্গে জড়িয়ে থাকবে, এটাই বাস্তবতা।’

]]>
সম্পূর্ণ পড়ুন