সোমবার (১৬ জুন) নাটোর ডিবি পুলিশের ওসি হাসিবুল্লাহ হাসিব বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার রাজধানীর মোহাম্মদপুর থেকে র্যাব-২ তাকে গেফতার করে। পরে লালপুর থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে। টুমনের বিরুদ্ধে ১৫টি মামলা রয়েছে বলে জানান ওসি।
আরও পড়ুন: ভারতে পালানোর সময় গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পুলিশ জানায়, গত বছরের ৩০ এপ্রিল নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলস্টেশনে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয় গোপালপুর পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিনিকল সিবিএর ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুকে। এ ঘটনায় টুমনসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করে তার পরিবার।