শুক্রবার (৯ মে) বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি আয়োজিত গণসমাবেশে বক্তৃতা করেন তিনি।
সারজিস আলম বলেন, ‘আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে। যতক্ষণ-না আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে, ততক্ষণ আমরা রাজপথ ছাড়ব না।’
এর আগে দুপুর ২টা ৪০ মিনিটের দিকে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে গণসমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
পরে মঞ্চ থেকে ‘আওয়ামী লীগ নিষিদ্ধ চাই’, ‘লীগ ধর, জেলে ভর’, ‘নো মোর আওয়ামী লীগ’ প্রভৃতি স্লোগান দেয়া হয়। মাঝে মাঝে কবিতা আবৃত্তি ও বক্তৃতাও চলে।
আরও পড়ুন: রাজধানীর শাহবাগ মোড় ‘ব্লকেড’ ছাত্র-জনতার
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘বাংলাদেশের অগ্রগতি সেদিন থেকে শুরু হবে, যেদিন বাংলাদেশ টাইটেল পাবে ‘বাংলাদেশ উইদাউট আওয়ামী লীগ’। আমরা সেই টাইটেল দেয়ার জন্য কিছুক্ষণ আগে মানুষের সমাগম করার জন্য এ জায়গা বেছে নিয়েছিলাম। এ জায়গা থেকে আমরা এখন রাস্তা ব্লকেড করব।’
তিনি আরও বলেন, ‘ইন্টারিমের কানে আমাদের কথা পৌঁছায় নাই; অন্তর্বর্তীকালীন সরকারের কানে আমাদের আওয়াজ পৌঁছায় নাই; অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহতদের আওয়াজ পৌঁছায় না, আহতদের আর্তনাদ পৌঁছায় না, আমরা এখান থেকে গিয়ে শাহবাগে অবরোধ করব। আওয়ামী লীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমরা জায়গা ছাড়ব না।’