অ্যাশেজের জন্য শক্তিশালী দল ঘোষণা ইংল্যান্ডের

১ সপ্তাহে আগে
অ্যাশেজকে সামনে রেখে বেন স্টোকস, মার্ক উড ও জফরা আর্চারদের নিয়ে শক্তিশালী দল ঘোষণা করল ইংল্যান্ড। দীর্ঘদিন পর সাদা পোশাকের দলে ফিরলেন উইল জ্যাকস। পুরোপুরি সুস্থ না হওয়ায় জায়গা হয়নি ক্রিস ওকসের।

আগামী নভেম্বরে অস্ট্রেলিয়া সফরে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংল্যান্ড। প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২১ নভেম্বর। তার প্রায় মাসখানেক আগে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্টোকসের নেতৃত্বে ১৬ সদস্যের দল ঘোষণা করল ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এ সিরিজে অলি পোপের বদলে সহকারী অধিনায়কের দায়িত্ব পেলেন হ্যারি ব্রুকস।

 

সিরিজের শুরু থেকে নিয়মিত অধিনায়ক স্টোকসকে পাওয়া নিয়ে কিছুটা শঙ্কা ছিল। কাঁধের ইনজুরির কারণে গত আগস্টে ওভাল টেস্টে ভারতের বিপক্ষে খেলতে পারেননি তিনি। তবে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাওয়া ইংলিশ অলরাউন্ডারকে অ্যাশেজের শুরু থেকে পাওয়া যাবে বলে আশাবাদী ইসিবি। নেতৃত্বে তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন ব্রুক।

 

আরও পড়ুন: পরপর ‍দুদিনে ভারত-পাকিস্তানের বিপক্ষে ম্যাচ নিয়ে বাংলাদেশ কোচের অসন্তোষ

 

হাঁটুর অস্ত্রোপচারের কারণে সবশেষ সিরিজ খেলতে না পারা পেসার মার্ক উড ফিরেছেন দলে। তবে ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে ইনজুরিতে পড়া ক্রিস ওকস পুরোপুরি সুস্থ হয়ে না ওঠায় সুযোগ পাননি। ২০২২ সালে সবশেষ পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলা উইল জ্যাকস আবারও সাদা পোশাকের দলে ডাক পেয়েছেন। মূলত শোয়াইব বশিরের সঙ্গে দ্বিতীয় স্পিন অপশন হিসেবে তাকে দলে ডাকা হয়েছে। তবে জায়গা হয়নি লেগ স্পিনার রেহান আহমেদের।

 

অনির্দিষ্টকালের জন্য জেমি ওভারটন টেস্ট থেকে বিরতিতে যাওয়ায় সুযোগ পেয়েছেন পেসার ম্যাথিউ পট। এছাড়া জো রুট, বেন ডাকেট ও জ্যাক ক্রলিদের নিয়ে শক্তিশালী ব্যাটিং লাইনআপ তো আছেই। সব মিলিয়ে শক্তিশালী দলই ঘোষণা করেছে ইংল্যান্ড।

 

আরও পড়ুন: আইএলটি২০'র নিলামের তালিকায় ‘সবচেয়ে দামি’ অশ্বিন

 

ইংল্যান্ডের স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), হ্যারি ব্রুক, জফরা আর্চার, গাস আটকিনসন, শোয়াইব বশির, জ্যাকব বেথেল, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, উইল জ্যাকস, অলি পোপ, ম্যাথিউ পটস, জো রুট, জ্যামি স্মিথ, জশ টাং ও মার্ক উড। 

]]>
সম্পূর্ণ পড়ুন