অ্যাশেজে পোপকে সরিয়ে ব্রুককে সহঅধিনায়ক বানাতে চান ম্যাককলাম

৩ সপ্তাহ আগে
আসন্ন অ্যাশেজে অলি পোপের পরিবর্তে হ্যারি ব্রুককে সহঅধিনায়ক করতে চান ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককলাম। তার মতে, দারুণ নেতৃত্বগুণ দিয়ে বেন স্টোকসকে ভালোভাবে সহযোগিতা করতে পারবেন ব্রুক।

টেস্ট ক্রিকেটের মর্যাদাপূর্ণ এক লড়াই অ্যাশেজ। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মধ্যকার এ সিরিজে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে দুই দল। দর্শকরাও এই ঐতিহ্যবাহী সিরিজ নিয়ে প্রহর গুনতে থাকে। অ্যাশেজ শুরুর বাকি এখনও ২ মাসের বেশি সময়, পার্থে ২১ নভেম্বর গড়াবে প্রথম ম্যাচ। এর মধ্যেই দুই দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবারের সিরিজ অস্ট্রেলিয়ার মাটিতে হলেও যেকোনো মূল্যে জিততে মরিয়া ইংল্যান্ড। কারণ গত চার আসরে শিরোপা জিততে পারেনি তারা।


এ সিরিজ নিয়ে বেশ সিরিয়াস ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম। এখন থেকেই দল গোছানো শুরু করেছেন তিনি। অ্যাশেজের জন্য আয়ারল্যান্ড সফরে যাচ্ছেন না থ্রি লায়ন্স কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এ সিরিজে বেশ কিছু পরিবর্তনের ভাবনা ম্যাককলামের। ভাইস ক্যাপ্টেন্সিতেও পরিবর্তন আনতে চাচ্ছেন এই কিউই। অলি পোপের পরিবর্তে হ্যারি ব্রুককে সহঅধিনায়ক করতে চান তিনি। বিকল্প উইকেটেরক্ষক জেমি স্মিথের পরিবর্তে পোপকে পরিকল্পনায় রেখেছেন হেড কোচ।


ম্যাককলাম বলেন, ‘এটা কোনো গোপন বিষয় নয়। ব্রুক ইংল্যান্ড ক্রিকেট দলকে গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছে। তাই আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। দলকে বুঝতে হবে ভালো কিছুর জন্য ভালো নেতৃত্ব দরকার। একজন নেতাকে কেউ দমিয়ে রাখতে পারে না।’


আরও পড়ুন: তিন মাসের জন্য নিষিদ্ধ হলেন নেদারল্যান্ডসের ফাস্ট বোলার


অস্ট্রেলিয়ার ব্যাটারদের পরাস্ত করতে ১৭ জনের স্কোয়াডে অন্তত ৭ পেসার নেওয়ার পরিকল্পনা ম্যাককলামের। অধিনায়ক বেন স্টোকস ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠছেন। শোয়েব বশিরের ব্যাকআপ হিসেবে থাকবেন রেহান আহমেদ। এবারের অ্যাশেজ সামনে রেখে বেশকিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পরিকল্পনায় রেখেছে ইংল্যান্ড।


ম্যাককলাম বলেন, ‘আমার পরিকল্পনায় কয়েকজন ক্রিকেটার রয়েছে। আশা করছি আমরা তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারব। তারা সেরা মানের ক্রিকেটার। তাদের দলে পেলে শক্তিমত্তা বাড়বে।’

]]>
সম্পূর্ণ পড়ুন