অ্যাপেন্ডিসাইটিস শেষ করে দিল বার্সেলোনা তারকার মৌসুম

১ সপ্তাহে আগে
চলতি মৌসুমটা দারুণ কাটাচ্ছিলেন ফেরান তোরেস। প্রথম একাদশে কিংবা বদলি হিসেবে হোক, দলের প্রয়োজনের সময় জ্বলে উঠেছেন এই স্প্যানিশ ফরোয়ার্ড। লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে সবশেষ এল ক্লাসিকোয় তো অ্যাসিস্টের হ্যাটট্রিক করে তাক লাগিয়ে দিয়েছিলেন। কিন্তু মৌসুমের একেবারে শেষে এসে কপাল পুড়ল তার। চোটের কারণে চলতি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এই ২৫ বছর বয়সীর।

বৃহস্পতিবার (১৫ মে) কাতালান ডার্বিতে এস্পানিওলের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এই ম্যাচে জয় পেলেই ২ ম্যাচ হাতে রেখেই এই মৌসুমের লা লিগার শিরোপা নিশ্চিত করবে কাতালান জায়ান্টরা। কিন্তু এই ম্যাচের আগে দল থেকে ছিটকে গেছেন বার্সার ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ফেরান তোরেস। কাতালান ক্লাবটি জানিয়েছে, জরুরিভিত্তিতে অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করতে হয়েছে এই স্প্যানিয়ার্ডের। যে কারণে চলতি মৌসুমে আর মাঠে নামা হবে না তার।


ম্যানচেস্টার সিটি থেকে ২০২২ সালে বার্সেলোনায় যোগ দেয়ার পর জাভি হার্নান্দেজের অধীনে মানিয়ে নিতে পারছিলেন না তোরেস। কিন্তু চলতি মৌসুমে হ্যান্সি ফ্লিক কাতালান জায়ান্টদের কোচ হয়ে আসার পর থেকেই উড়ছেন তিনি। সুপার সাব হিসেবে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন এই ২৫ বছর বয়সী। চলতি মৌসুমে ১৯২১ মিনিট খেলেই ২৬ গোলে অবদান রেখেছেন তিনি। প্রতি ৭৪ মিনিটে একটি করে গোলে অবদান রেখেছেন এই স্প্যানিয়ার্ড।


আরও পড়ুন: রাতেই শিরোপা উৎসবে মাতার সুযোগ বার্সেলোনার


ক্লাব জানিয়েছে, বুধবার (১৪ মে) সারাদিন ধরে পেটের ব্যথায় ভোগার পর এই স্প্যানিয়ার্ডকে হসপিটাল দে বার্সেলোনায় নিয়ে যাওয়া হয়। পরীক্ষানিরীক্ষায় অ্যাপেন্ডিসাইটিস ধরা পড়লে জরুরি ভিত্তিতে অ্যাপেন্ডিকটোমি করা হয়। বার্সার মেডিকেল স্টাফদের তত্ত্বাবধানে দুই চিকিৎসক করোলেউ ও বারোস তার অস্ত্রোপচার করেন।


 


গত রোববার (১১ মে) ঘরের মাঠে রিয়াল মাদ্রিদের বিপক্ষে লা লিগার ম্যাচে সবশেষ খেলেন তিনি। সে ম্যাচে ৩ গোলে অবদান রেখেছিলেন তোরেস।


অস্ত্রোপচারের পর এখন সুস্থ আছেন তোরেস। হাসপাতাল থেকেই ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে লিখেছেন, 'এপেন্ডিসাইটিস শেষ! লা লিগা জিততে আজ এখান থেকেই দলকে সমর্থন দেব।'


শুধু বার্সেলোনারই হয়েই নয়, জুনের ফিফা উইন্ডোয় স্পেনের হয়ে নেশন্স লিগের ম্যাচেও খেলা হবে না তার। এদিকে কাতালান ক্লাবটি এই মৌসুম শেষেই তোরেসকে উপযুক্ত দাম পেলে বিক্রি করে দিতে চায়। স্পেনের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই গ্রীষ্মে ৫০ মিলিয়ন ইউরো পেলেই এই উইঙ্গারকে ছেড়ে দেবে বার্সা।

 

]]>
সম্পূর্ণ পড়ুন