অ্যানফিল্ডে জোটার ভাস্কর্য স্থাপন করবে লিভারপুল

১ দিন আগে
মর্মান্তিক এক দুর্ঘটনায় অল্প বয়সেই প্রাণ হারান লিভারপুলের পর্তুগিজ ফুটবলার দিয়েগো জোটা ও তার ভাই আন্দ্রে সিলভা। এবার তাদের স্মরণে অ্যানফিল্ডে স্থায়ী ভাস্কর্য স্থাপনের ঘোষণা দিয়েছে ইংলিশ ক্লাব লিভারপুল। এ ছাড়া মৌসুমজুড়ে লিগ চ্যাম্পিয়নদের জার্সিতে লেখা থাকবে ‘ফরএভার ২০’।

গত ৩ জুলাই স্পেনের থামোরায় এক গাড়ি দুর্ঘটনায় মারা যান জোটা ও তার ভাই সিলভা। জোটার ভাই সিলভাও ছিলেন একজন ফুটবলার, পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব পেনাফিয়েলে খেলতেন তিনি। 

 

আরও পড়ুন: গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিল-আর্জেন্টিনার সেমিতে প্রতিপক্ষ কারা

 

লিভারপুলে ২০ নম্বর জার্সি পরে খেলতেন জোটা। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০ নম্বর জার্সি অবসরে পাঠায় লিভারপুল। ক্লাবটির পুরুষ ও নারী ফুটবল দলের কোনো পর্যায়ে কেউ আর এই জার্সি পরবে না।   

 

জোটার অকাল প্রয়াণের পর অ্যানফিল্ডে ভক্তরা যে সব জিনিস দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, সেগুলো রিসাইকল করেই ভাস্কর্য বানাবে লিভারপুল। আগামী ১৫ আগস্ট বোর্নমাউথের বিপক্ষে মৌসুমের প্রথম হোম ম্যাচে ভক্তদের মোজাইক বানানোর ও এক মিনিট নীরবতা পালনের পরিকল্পনা নিয়েছে লিভারপুল। 

 

আরও পড়ুন: শেষমেশ নিষেধাজ্ঞার খড়গেই মেসি

 

৪ আগস্ট অ্যানফিল্ডে আতলেটিক বিলবাওয়ের বিপক্ষে প্রাক মৌসুম ম্যাচেও জোটার প্রতি শ্রদ্ধা জানাতে পারবেন ভক্তরা। এশিয়ায় দুটি প্রীতি ম্যাচে ‘দিয়োগো জে ২০’ লেখা জার্সি পরে খেলবেন লিভারপুলের খেলোয়াড়রা। 

 

ক্লাবটি জানিয়েছে, যদি সমর্থকরা ‘দিয়েগো জে ২০’ জার্সি পরে জোটাকে শ্রদ্ধা জানান, সেক্ষেত্রে সেই ক্রয়ের লাভ যাবে ক্লাবের দাতব্য সংস্থা এলএফ ফাউন্ডেশনে। এই সংস্থা জোটার নামে তৃণমূল পর্যায়ে কর্মসূচি নেওয়ার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ।

]]>
সম্পূর্ণ পড়ুন