অ্যাতলেটিকো থেকে মেসির ‘বডিগার্ড’কে দলে ভেড়াচ্ছে ইন্টার মায়ামি!

৪ সপ্তাহ আগে
রদ্রিগো ডি পল অ্যাতলেটিকো মাদ্রিদের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। ২০২২ এর কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই মিডফিল্ডার। মাঠ ও মাঠের বাইরে ঘনিষ্ঠ সম্পর্কের জন্য নামের পাশে মেসির 'বডিগার্ড' নামেও খ্যাতি পেয়েছেন ডি পল। এবার দলবদলের বাজারে আলোচনায় তার নাম। আর ডি পলের দলবদলের সঙ্গেও জড়িয়েছে মেসির নাম।

রদ্রিগো ডি পলের সঙ্গে অ্যাতলেটিকো মাদ্রিদের চুক্তির আরও এক বছর বাকি আছে। ৩১ বছর বয়সী মিডফিল্ডারকে নিয়ে তার বর্তমান ক্লাব দ্বিধায় ভুগছে বলে জানিয়েছে মুন্দো দেপোর্তিভো। ওয়ান্দা মেত্রোপলিতানোয় তার ভবিষ্যৎ নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া না হলেও ক্লাবটির অভিমত হলো–যদি কোনো ভালো প্রস্তাব আসে তবে সেটা গ্রহণ করাটাই সবচেয়ে ভালো হবে।  


অ্যাতলেটিকো ডি পলকে নতুন চুক্তির প্রস্তাব দেয়া ঝুঁকিপূর্ণ বিবেচনা করছে তার বয়স এবং ক্লাবটিতে কাটানো চার বছরে তাকে ঘিরে তৈরি হওয়া নানা পরিস্থিতির প্রেক্ষাপটে। তবে, এটিও সত্য যে, মাদ্রিদের ক্লাবটিতে যোগ দেয়ার পর সদ্য সমাপ্ত মৌসুসেই সেরা ফুটবল খেলেছেন তিনি।


আরও পড়ুন: সৌদি লিগে এবার হবে মেসি-রোনালদো দ্বৈরথ!


সব মিলিয়ে অ্যাটলেটিকোয় ডি পলের অবস্থান যে বেশ নড়বড়ে তা অনেকটাই নিশ্চিত। আর সেই সুযোগ কাজে লাগাতে চায় ইন্টার মায়ামি। বাতাসে গুঞ্জন, এমএলএসের ক্লাবটি ডি পলকে দলে নেয়ার চেষ্টা করছে। মেসির সঙ্গে ঘনিষ্ঠ বন্ধুত্ব এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রভাবক হয়ে উঠতে পারে,  যে সম্পর্ক ডি পলকে এমএলএসের মতো অপেক্ষাকৃত দুর্বল লিগে যোগ দেয়াতে রাজি করাতে পারে। যদিও মাদ্রিদে সময় খারাপ যাচ্ছে না ডি পলের।

 

অ্যাতলেটিকো মাদ্রিদে গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন ডি পল। ছবি: সংগৃহীত


দলবদলের খবরের নির্ভরযোগ্য সংবাদদাতা ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ইন্টার মায়ামি এরই মধ্যে ডি পলের সম্ভাব্য দলবদল নিয়ে অ্যাতলেটিকো মাদ্রিদের সঙ্গে আলোচনা শুরু করেছে। স্প্যানিশ ক্লাবটি তাকে ফ্রি ট্রান্সফারে ছাড়তে চায় না এবং প্রায় ২০ মিলিয়ন ইউরোর (২৮৬ কোটি ৮৬ লাখ টাকা) আশেপাশে একটি ট্রান্সফার ফি পেলেই তার বিদায়ের দরজা খুলে দিতে রাজি।


আরও পড়ুন: ব্রাজিলের চ্যাম্পিয়ন ক্লাবের কোচ হলেন আনচেলত্তির ছেলে


একই প্রতিবেদনে বলা হয়েছে, ইন্টার মায়ামি তাদের উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প চালিয়ে যেতে চায় এবং মনে করে, ডি পলের উপস্থিতি মাঝমাঠে প্রয়োজনীয় মানের উন্নতি আনতে পারে।


রোমানোর দাবি অনুযায়ী, ডি পল নিজেও যুক্তরাষ্ট্রে নিজের ক্যারিয়ার শুরু করতে আগ্রহী। এখন দেখার বিষয় দুইয়ে দুইয়ে চার মিলিয়ে ইন্টার মায়ামি এই বিশ্বকাপজয়ী মিডফিল্ডারকে দলে টানতে পারে কি–না।

]]>
সম্পূর্ণ পড়ুন