এই সিরিজ দিয়ে ভারতের দলে ফেরা করুণ নায়ার ৩ হাজারের বেশি দিন পর গতকাল পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলেন। প্রথম দিন শেষে তিনি অপরাজিত ছিলেন ৫২ রানে, সুন্দর ১৯ রানে। ভারতের সংগ্রহ ছিল ২০৪। করুণ নায়ার কিংবা সুন্দর কেউই আজ বেশি দূর যেতে পারেননি। তারা তো দ্রুত আউট হয়েছেনই, দলীয় রান ২২৪ ছুঁতে ছুঁতে বাকিরাও ফিরে গেছেন।
জস টাংয়ের শিকার হয়ে ৫৭ রানে প্যাভিলিয়নে ফেরেন নায়ার। সর্বোচ্চ রান করার পাশাপাশি এই ইনিংসে সর্বোচ্চ বলও ফেস করেছেন তিনি—১০৯ বল (দ্বিতীয় স্থানে থাকা সাই সুদর্শন ১০৮ বলে করেন ৩৮ রান)। আগের দিনই ২ উইকেট নিয়ে রাখা গুস অ্যাটকিনসনকে পুল করতে গিয়ে দুর্বল শটে সুন্দর জেশি ওভারটনকে ক্যাচ দেন। তিনি এদিন করেন আর ৭ রান। এরপর মোহাম্মদ সিরাজকে বোল্ড ও প্রসিধ কৃষ্ণাকে জেমি স্মিথের ক্যাচ বানিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন অ্যাটকিনসন।
আরও পড়ুন: ওভাল টেস্টে ওকস আর খেলতে পারবেন না
অ্যাটকিনসন প্রথম দিন নিয়েছিলেন জশস্বী জয়সওয়াল ও ধ্রুব জুরেলের উইকেট। গত বছর লর্ডসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এক ম্যাচে ১২ উইকেট নিয়ে অভিষেক জানান দেওয়া অ্যাটকিনসনের এটা চতুর্থ ফাইফার (শ্রীলঙ্কার বিপক্ষে লর্ডসে একটা সেঞ্চুরিও আছে তার)।
প্রথম দিন শুভমান গিল রানআউট হওয়ার আগে করেন ২১ রান। ধ্রুব জুরেলের ব্যাট থেকে ১৯ ও রাহুলের ব্যাট থেকে আসে ১৪ রান। ৫ উইকেট নিতে অ্যাটকিনসন রান দিয়েছেন ৩৩, টাং ৫৭ রানে নিয়েছেন ৩ উইকেট।