অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে জরিমানা

২ সপ্তাহ আগে
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য তৈরির দায়ে ফরিদপুর জেলার অম্বিকাপুর এলাকায় দুইটি রেস্তোরাঁ ও দুইটি বেকারিকে মোট ৩৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২টায় ফরিদপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক বলেন, এই হোটেলগুলোর পরিবেশ খুবই নোংরা। রান্নাঘর  স্যাঁতসেঁতে,খাবার ঢেকে রাখা হয়নি। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়।


আরও পড়ুন: রংপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, দুই দালালকে জরিমানা


জনকল্যাণে তার এ অভিযান অব্যাহত থাকার ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

]]>
সম্পূর্ণ পড়ুন