অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিলেন, পান্ডিয়া ও অভিষেক কি ফাইনালে খেলতে পারবেন

৪ দিন আগে
এই মুহূর্তে ভারতের সবচেয়ে বিস্ফোরক ব্যাটার কে? চাইলে প্রশ্নটায় ভারত শব্দটা নাও রাখা যায়। উত্তরে যে দুয়েকটা নাম আসবে সেখানে অভিষেক শর্মার থাকা নিশ্চিত। এশিয়া কাপে দুশোর বেশি স্ট্রাইকরেটে ৩০৯ রান করেছেন এই ওপেনার। তার আন্তর্জাতিক টি-২০ স্ট্রাইকরেটও দুশো ছুঁইছুঁই—১৯৭.৬৬। বিস্ফোরক ব্যাটাররাই সাধারণত সুপার ওভারে ব্যাট করে থাকেন, অথচ কাল যখন শ্রীলঙ্কা ম্যাচটি সুপার ওভারে গড়াল, তখন অভিষেক শর্মা ব্যাট করতে নামেননি।

৩ রান তাড়া করতে ভারতের হয়ে নেমেছিলেন সূর্যকুমার যাদব ও শুভমান গিল। ৩১ বলে ৬১ রান করা অভিষেক নামেননি চোট শঙ্কার কারণে। শ্রীলঙ্কার ইনিংসে ৯.২ ওভার পর্যন্ত ফিল্ডিং করেছিলেন তিনি। এরপর অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন হার্দিক পান্ডিয়াও, তিনি অবশ্য প্রথম ওভার করার পরই ড্রেসিংরুমে চলে গিয়েছিলেন।


ভারতের সামনে আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে তারা। অস্বস্তি নিয়ে মাঠ ছাড়া অভিষেক ও পান্ডিয়া কি এই ম্যাচে খেলতে পারবেন? অভিষেকের ব্যাপারে অভয় দিলেও ভারতের বোলিং কোচ মরনে মরকেলের কথায় পান্ডিয়াকে নিয়ে প্রকাশ পেয়েছে শঙ্কা।


আরও পড়ুন: ‘রানআউট’ হয়েও শানাকা ব্যাট করলেন কীভাবে


সাদা বলে পান্ডিয়া ভারতের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, গত বছর ভারত যে ১৭ বছরের ট্রফিখরা কাটায়, সেই টি-২০ বিশ্বকাপ জেতায় অসামান্য অবদান রেখেছিলেন তিনি। ফাইনালে ৩ ওভারে ২০ রান করে ৩ উইকেট নিয়েছিলেন। পুরো টুর্নামেন্টে ব্যাট হাতে ১৪৪ রান করার পাশাপাশি বল হাতে নেন ১১ উইকেট। তার ও অভিষেকের ব্যাপারে গতকাল শ্রীলঙ্কা ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন মরকেল।


প্রোটিয়া কিংবদন্তি বলেন, ‘আমরা রাতে (গতকাল) ও সকালে পান্ডিয়ার পরীক্ষা করব। তারপর সিদ্ধান্ত নেব। অভিষেক ভালো আছে।  ছেলেদের জন্য গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিশ্রাম। এরইমধ্যে তারা আইসবাথে ও রিকভারি শুরু করে দিয়েছে। বিশ্রামের সেরা পথ হচ্ছে ঘুমানো। আশা করি তারা ভালো একটা রাত কাটাবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন