সোমবার (২২ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার সিও অফিস বাসস্ট্যান্ড এলাকার ‘লটো’ শোরুমে এই দুর্ধর্ষ ঘটনা ঘটে।
অপহৃত পিন্টু আকন্দ ওই শোরুমের স্বত্বাধিকারী এবং নওগাঁ জেলার রাণীনগর উপজেলার বাসিন্দা।
সংবাদমাধ্যমের হাতে আসা ঘটনার সময়ের একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯টা ৮ মিনিটের দিকে একটি সাদা রঙের হায়েস মাইক্রোবাস লটো শোরুমের সামনে এসে থামে। গাড়িটি থেকে মুখ ঢাকা চার দুর্বৃত্ত দ্রুত নেমে আসে। তাদের মধ্যে একজন সরাসরি শোরুমের ভেতরে ঢুকে ব্যবসায়ী পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং টেনেহিঁচড়ে বাইরে বের করে আনেন। এরপর বাইরে অপেক্ষমাণ সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক মাইক্রোবাসে তুলে নিয়ে দ্রুত গতিতে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
আরও পড়ুন: শ্রমিক শক্তি নেতাকে গুলি: রহস্যময়ী যুবশক্তি নেত্রী তন্বী আটক
ঘটনার পরপরই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার হোসেন জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপহরণকারীদের শনাক্ত করার কাজ চলছে। অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।
ব্যবসায়ী মহলে এই ঘটনায় তীব্র ক্ষোভ ও নিরাপত্তার অভাব নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অপহৃত ব্যবসায়ীর কোনো সন্ধান মেলেনি।

৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·