অস্ট্রেলীয় বংশোদ্ভূত ফুটবলারকে নিয়েই বাংলাদেশে ভারত

১ দিন আগে
এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে ভারতীয় ফুটবল দল। অস্ট্রেলীয় বংশোদ্ভূত উইলিয়ামসকে সঙ্গে নিয়ে শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় ঢাকায় পা রাখে ভারতীয় ফুটবল দলের সদস্যরা। ১৮ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় মুখোমুখি এই দুই দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছে গত মাচে, ভারতের বিপক্ষে। এরপর লাল-সবুজের ডেরায় যোগ দিয়েছেন কানাডার লিগে খেলা শমিত সোম। এছাড়া ফাহামেদুল ইসলাম, জায়ান আহমেদও যোগ দিয়েছেন বাংলাদেশ দলে। 

 

বাংলাদেশের জার্সিতে হামজা যে ক’টি ম্যাচ খেলেছেন, সবগুলো ম্যাচেই তিনি একাই সব আলো কেড়ে নিয়েছেন। তাইতো ভারতও তাদের দলে টানলো অস্ট্রেলিয়ায় খেলা এক বংশোদ্ভূত স্ট্রাইকারকে। তাকে নিয়েই আজ ঢাকায় এসেছেন তারা। 

 

আরও পড়ুন: ভারতকে হারিয়ে লাল-সবুজের জার্সিতে প্রথম জয় পেতে চান শমিত

 

ভারতের ২৩ সদস্যের দলে ডাকা হয়েছে উইলিয়ামসকে। ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায়। ২০১৯ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন। সম্প্রতি তাকে নাগরিকত্ব দিয়েছে ভারত। 

 

তবে আন্তর্জাতিক ফুটবলে ভারতকে প্রতিনিধিত্ব করার আগে ফুটবলের বৈশ্বিক কর্তৃপক্ষ ফিফা এবং এশিয়ান ফুটবল সংস্থা এএফসির অনুমোদনও লাগবে। সেই অনুমোদন আসার আগেই উইলিয়ামসকে বাংলাদেশ সফরের দলে ডেকেছেন ভারতের প্রধান কোচ খালিদ জামিল। 

 

আরও পড়ুন: বিশ্বকাপ জার্সিতে খেলার পর যা বললেন আর্জেন্টাইন মহাতারকা

 

বাংলাদেশ ম্যাচের দলে ডাক পেলেও উইলিয়ামসের ম্যাচ খেলা এখনো নিশ্চিত নয়। কারণ ফুটবল অস্ট্রেলিয়ার কাছ থেকে অনাপত্তিপত্র এবং ফিফা ও এএফসির অনুমোদন এখনো পায়নি এআইএফএফ। উইলিয়ামস ২০২৩ সাল থেকে ভারতে অবস্থান করে সেখানকার বেঙ্গালুরুর এফসিতে খেলছেন। 

 

বাংলাদেশ ম্যাচের জন্য ভারতের দল: গুরপ্রীত সিং সান্ধু, হৃত্বিক তিওয়ারি, সাহিল, আকাশ মিশ্র, আনোয়ার আলী, বিকাশ ইয়ুমনাম, হিমিংথান্মাওইয়া রালতে, জয় গুপ্তা, পরমবীর, রাহুল ভেকে, সন্দেশ ঝিঙ্গান, ব্রিশন ফার্নান্দেস, লালরেমতলুয়াঙ্গা ফানাই, মাকারতন লুইস নিকসন, মহেশ সিং নাওরেম, নিখিল প্রভু, সুরেশ সিং ওয়াংজাম, এডমুন্ড লালরিন্দিকা, লাল্লিয়াঞ্জুলা ছাংতে, মোহাম্মদ শানান, রহিম আলী, রায়ান উইলিয়ামস ও বিক্রম প্রতাপ সিং।

]]>
সম্পূর্ণ পড়ুন