অস্ট্রেলিয়ায় বড় বিতর্কের জন্ম দিলো ভারত

২ সপ্তাহ আগে
অস্ট্রেলিয়ায় বড় বিতর্কের জন্ম দিলো টিম ইন্ডিয়া। মেলবোর্ন বিমান বন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে বিরাট কোহলির খারাপ আচরণের পর, মাঠেও অস্ট্রেলিয়ার মিডিয়া উপেক্ষা করেছে ভারত। শুধু তাই নয়, অস্ট্রেলিয়ার গণমাধ্যমকর্মীদের সঙ্গে হিন্দিতে কথা বলেন রবীন্দ্র জাজেদা। বক্সিং ডে টেস্ট নিয়ে চাপে থাকার জন্যই ভারত এমন আচরণ করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বক্সিং ডে টেস্ট শুরু হতে এখনো হাতে চার দিন। কিন্তু তার ব্যাপক উত্তাপ মেলবোর্নে। সিরিজে সমতায় থাকলেও বেশ চাপে আছে ভারত। তার তাই পরিস্থিতি জটিল করে নির্ভার থাকার চেষ্টা করছে গৌতম গম্ভীরের শিষ্যরা।

 

আলোচনার সূত্রপাত বিরাট কোহলিকে ঘিরে। মেলবোর্ন বিমান বন্ধরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। কিন্তু তাদের পাত্তা না নিয়ে বাজে আচরণ করেন বলে অভিযোগ উঠে। সেখানে থাকা সাধারণ দর্শকরাও বিরাটের হঠাৎই রেগে যাওয়ার কথা বলেন।

 

পরিস্থিতি ভিন্ন মাত্রা ধারণ করে এর পরে। ভারত মাঠে অনুশীলন করতে এলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে অসহযোগিতামূলক আচরণ করেন দলের সহযোগী সদস্যরা। এমনকি ক্যামেরা সরিয়ে দেয়া হয়। জানানো হয় অনুশীলনের কোনো চিত্র ধারণ করা যাবে না। যদিও এই অনুশীলন কাভার করার আনুষ্ঠানিক আমন্ত্রণ। ছিল অস্ট্রেলিয়ার সাংবাদিকদের।

 

আরও পড়ুন: পরিবর্তন আসছে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচিতে, বাংলাদেশের ম্যাচ কবে কখন

 

পরিস্থিতি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকলেও হতো। সেটা ভিন্নমাত্রায় নিয়ে যান রবীন্দ্র জাদেজা। অনুশীলন শেষ করে গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হন এই অলরাউন্ডার। কিন্তু তিনি উপেক্ষা করেন অস্ট্রেলিয়া গণমাধ্যম। তাকে বারবার প্রশ্ন করা হলেও শুধুমাত্র হিন্দিতে কথা বলে চলে যান তিনি। কেনো ইংরেজিতে কথা বলেননি তার জবাবে জানানো হয়, হাতে সময় ছিল না খুব একটা আর তাই দ্রুত চলে গেছেন তিনি।

 

এদিকে বিতর্কের জন্ম দিলেও অনুশীলন নিয়ে বেজায় সিরিয়াস ভারত। পিংক বল টেস্টে বাজে হারের স্মৃতি ভুলে ঘুরে দাঁড়াতে মরিয়া রোহিতের দল। বাজে আবহাওয়ার অজুহাতে শেষ টেস্ট ড্র করলেও তাদের পারফরম্যান্স ছিল হতাশার।

 

অলরাউন্ডার জাদেজা মনে করেন, টপ অর্ডার রান পেলে ঘুরে দাঁড়াবে দল। তিনি বলেন, ‘যখন আমরা ভারতের বাইরে খেলতে যাই এটা খুবই গুরুত্বপূর্ণ টপ অর্ডারদের রান করা। তারা যদি একটা ভালো শুরু এন দেয় তাহলে পরে যারা থাকে তাদের জন্য খুব সহজ হয়ে যায় ভালো করা। আমি বিশ্বাস রাখতে চাই এই ম্যাচে তারা ভালো করবে। দল হিসেবে ভালো করতে হলে টপ অর্ডারদের রানে ফেরার কোনো বিকল্প নেই। ব্যাটিং ইউনিটের সবার যদি অবদান থাকে তবে তার সুফল পুরো দল পায়।’

 

আরও পড়ুন: ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রুট-আর্চার, নেই স্টোকস

 

২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হবে সিরিজের চতুর্থ টেস্ট। একটি করে টেস্ট জেতায় সিরিজে সমতা। তৃতীয় ম্যাচটি দেখেছে ড্রয়ের মুখ।

 

]]>
সম্পূর্ণ পড়ুন