স্যান্ট কিটসে শুক্রবার (২৫ জুলাই) সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে প্রথমে ব্যাট করে ২১৫ রানের লক্ষ্য দিয়েছিল ক্যারিবীয়রা। জবাব দিতে নেমে ৩৭ বলে ডেভিডের অপরাজিত সেঞ্চুরিতে ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
এদিন রান তাড়ায় নেমে অবশ্য শুরুটা ভালো ছিল না। বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮.৫ ওভারের মধ্যে ৮৭ রান তুলতে ৪ উইকেট হারায় অজিরা। মিচেল মার্শ ২২, গ্লেন ম্যাক্সওয়েল ২০, জশ ইংলিস ১৫ আর ক্যামেরুন গ্রিন ১১ রান করে আউট হন। এরপর পঞ্চম উইকেট জুটিতে ক্রিজের আধিপত্য নিয়ে রেকর্ডগড়া জুটিতে জয় নিশ্চিত করেন ডেভিড ও মিচেল ওয়েন। দুজনের জুটিতে আসে ১২৮ রান। অজিদের টি-টোয়েন্টি ইতিহাসে পঞ্চম উইকেটে এটি সর্বোচ্চ রানের জুটি। এর আগের রেকর্ডটিতেও নাম ছিল টিম ডেভিডের। মিচেল মার্শের সঙ্গে পঞ্চম উইকেটে ৯৭ রানের জুটিতেও ছিলেন তিনি।
আরও পড়ুন: সেঞ্চুরিতে সাঙ্গাকারার পাশে, রানে পন্টিংকে ছাড়িয়ে শচীনের পেছনে রুট
রেকর্ড গড়া জুটির সঙ্গে এককভাবেও একটি রেকর্ডে নাম লেখান ডেভিড। দানবীয় ইনিংস খেলে বনে যান অজিদের হয়ে টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরিয়ান। ৩৭ বলে ১১ ছক্কা ও ৬ চারের মারে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের প্রথম শতকটি হাঁকান তিনি। এর আগে অজিদের হয়ে দ্রুততম সেঞ্চুরিটি ছিল জশ ইংলিসের। তিনি ৪৩ বলে করেছিলেন। দলকে ৬ উইকেটে জয় এনে দেওয়ার পথে ১৬ বলে ৩ ছক্কা ও ২ চারের মারে ৩৬ রানে অপরাজিত ছিলেন ওয়েন। ক্যারিবীয়দের হয়ে ৩৯ রান খরচায় সর্বোচ্চ ২ উইকেট নেন রোমারিও শেফার্ড।
এদিন অবশ্য স্পটলাইটে থাকতে পারতেন শাই হোপ। ক্যারিয়ারের ৪৬তম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছিলেন ক্যারিবীয় অধিনায়ক। ৫৭ বলে ৮ চার ও ৬ ছক্কায় ১০২ রানে অপরাজিত ছিলেন তিনি। এছাড়া ৩৬ বলে ৬ ছক্কা ও ৩ চারের মারে ৬২ রানের মারকুটে ইনিংস খেলেছিলেন ব্রান্ডন কিং। তাতে নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২১৪ রানের সংগ্রহ পেয়েছিল তারা। কিন্তু বোলারদের ব্যর্থতায় আর ডেভিডের দানবীয় ইনিংসের কারণে এত বড় পুঁজি পেয়েও জয় পাওয়া হয়নি।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সফরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরলেন শাহিন
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচে ৩ ও ৮ উইকেটের ব্যবধানে হেরেছিল ক্যারিবীয়রা। টানা তৃতীয় ম্যাচ হেরে সিরিজও খোয়ালো তারা।
]]>