ব্রাজিলে চলমান কপ ৩০ সম্মেলনে আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্ত হয়েছে বলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ জানিয়েছেন।
বার্ষিক কপ সম্মেলন হলো বিশ্বজুড়ে জলবায়ু কর্মপরিকল্পনা শীর্ষ প্ল্যাটফর্ম। ২০২২ সালে তুরস্ক ও অস্ট্রেলিয়া উভয় দেশই কপ ৩১ আয়োজনের জন্য কর্তৃপক্ষের কাছে আবেদন জমা দেয়। এর আগে কোনো দেশই সম্মেলনের আয়োজক হওয়া থেকে সরে দাঁড়াতে অস্বীকৃতি জানিয়ে আসছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সমঝোতার ভিত্তিতে আগামী বছর সম্মেলনের সভাপতি তুরস্ক কপ ৩১ আয়োজন করবে। এর আগে একটি প্রাক-সম্মেলন অনুষ্ঠিত হবে আর এই সম্মেলনের সভাপতিত্ব অস্ট্রেলিয়ার হাতে থাকবে।
আরও পড়ুন: কপ সম্মেলন: ন্যায়ভিত্তিক জলবায়ু কার্যক্রম বাস্তবায়নের আহ্বান বাংলাদেশের
অস্ট্রেলিয়ার ব্রডকাস্টিং কর্পোরেশন রেডিওকে দেশটির প্রধানমন্ত্রী আলবানিজ বলেন, ‘আমরা যে সমাধানটি করেছি তা অস্ট্রেলিয়া ও তুরস্ক-দুই দেশের জন্যই বড় জয়।’
এদিকে অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানিমন্ত্রী ক্রিস বোয়েন ব্রাজিলের বেলেমে সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় এখনো কিছু ধাপ বাকি আছে, তবে এই সমঝোতা অস্ট্রেলিয়ার লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’
তথ্যসূত্র: রয়টার্স

১ সপ্তাহে আগে
৫






Bengali (BD) ·
English (US) ·