অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের গড় বয়স নিয়ে মজা করলেন ভন

২ সপ্তাহ আগে
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হচ্ছে অ্যাশেজ। প্রথম টেস্টের জন্য এরই মধ্যে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। তবে অজিদের দল ঘোষণা পর থেকেই দলের খেলোয়াড়দের বয়স নিয়ে আলোচনা করছেন অনেকেই। অস্ট্রেলিয়ার দল নিয়ে স্টিভ ওয়াহর সমালোচনার পর, এবার সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন খেলোয়াড়দের বয়স নিয়ে হাস্যরস করেছেন।

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দলে শুধু একজন ক্রিকেটার বাদে সকলের বয়স ৩০ এর উপরে। একমাত্র ক্যামেরুন গ্রিনের বয়স ২৬ বছর। এদিকে দলে যে নতুন দুই ক্রিকেটার সুযোগ পেয়েছেন তাদের বয়সও ৩০ এর উপরে।


এমন দল দেখে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন খেলোয়াড়দের বয়স নিয়ে কিছুটা মজা করেছেন। নিজের এক্স হ্যান্ডেলে ভন লিখেছেন, 'যদি ইংল্যান্ড তাদের অ্যাশেজ স্কোয়াডে ইয়ান বোথাম এবং ডেভিড গাওয়ারকে যোগ করে, তাহলেও ইংল্যান্ড স্কোয়াডের গড় বয়স অস্ট্রেলিয়ান স্কোয়াডের তুলনায় ১৩৫ দিন কম হবে।' ইয়ান বোথাম এবং ডেভিড গাওয়ার ছিলেন ইংল্যান্ডের সাবেক দুই ক্রিকেটার।


আরও পড়ুন: অস্ট্রেলিয়ার অ্যাশেজ দলের বয়স নিয়ে সমালোচনা করলেন ওয়াহ 
 

If ENG added Ian Botham & David Gower to their 2025/26 Ashes squad, the average age of the ENG squad would still be 135 days younger than the AUS squad.

— Michael Vaughan (@MichaelVaughan) November 7, 2025



এর আগে এ দল নিয়ে সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক স্টিভ ওয়াহ সমালোচনা করেছেন। তার মতে, 'প্রধান নির্বাচক বেইলির তরুণদের সুযোগ দেয়ার সাহস নেই।'


প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার দলে ডাক পেয়েছেন নতুন দুইজন। যাদের মধ্যে একজন জ্যাক ওয়েদারল্ড। তার বয়স ৩১ বছর। এদিকে অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণে আছেন স্টার্ক, হ্যাজেলউড, বোল্যান্ড এবং লায়নের মতো বোলাররা। যাদের বয়স ৩৪-এর উপরে।


শুধু তাই নয়, ব্যাটিং বিভাগেও যারা আছেন তাদের মধ্যে খাজা ৩৮, হেড ও লাবুশেন ৩১, স্মিথ ৩৬ এবং অ্যালেক্স ক্যারির বয়স ৩৪ বছর। দলের একমাত্র ৩০ বছরের নিচের খেলোয়াড় ক্যামেরুন গ্রিন। 

]]>
সম্পূর্ণ পড়ুন