অস্ট্রেলিয়ায় সম্প্রতি একটি সংসদীয় তদন্তে জুয়ার ক্ষতিকর প্রভাব নিয়ে প্রকাশিত হয়েছে ‘ইউ উইন সাম, ইউ লুজ মোর’ নামের প্রতিবেদন। এতে জুয়ার সমস্যা ক্রমবর্ধমান জনস্বাস্থ্য সংকট হিসেবে উল্লেখ করে ৩১টি সংস্কারমূলক সুপারিশ দেয়া হয়। এর মধ্যে ছিল জাতীয় জুয়া নিয়ন্ত্রক সংস্থা গঠন, বাজি কোম্পানির ওপর কর, প্রলোভনমূলক অফার ও বিজ্ঞাপন নিষিদ্ধকরণ, ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য শক্তিশালী সুরক্ষা, গবেষণায় বাড়তি অর্থ বরাদ্দ এবং জনসচেতনতা কর্মসূচি।
অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজা খেলাধুলায় জুয়া-বিজ্ঞাপন নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন। ৩৮ বছর বয়সি এই ওপেনার মনে করেন, অস্ট্রেলিয়ান ক্রিকেটসহ বিভিন্ন খেলায় জুয়ার অতিরিক্ত প্রচার তরুণ প্রজন্মকে বিপথে নিয়ে যাবে। ভারতের অনলাইন গেমিং বিল ২০২৫-এর মাধ্যমে বাস্তব অর্থভিত্তিক গেম নিষিদ্ধ করার পর খাজা চান, অস্ট্রেলিয়ান সরকারও যেন এমন কোনো ব্যবস্থা গ্রহণ করেন।
আরও পড়ুন: প্রথম দেখাতেই রুটকে নিয়ে যে ভবিষ্যদ্বাণী করেছিলেন শচীন
এবিসির এক পডকাস্টে খাজা বলেন বলেন, 'আমাদের সবচেয়ে বড় দায়িত্ব তরুণ প্রজন্মের প্রতি। আমি যখন এনআরএল ম্যাচ দেখি—প্রতিবার খেলা শুরুর আগে জুয়ার বিজ্ঞাপন আর অডস দেখি। এটা খুবই উদ্বেগজনক।'
তার মতে, খেলাধুলা আর জুয়া এতটাই জড়িয়ে গেছে যে কিশোর-তরুণরা এখন মনে করে খেলা উপভোগ করতে হলে বাজি ধরতে হবে। খাজার বলেন, 'আজকাল আমি ১৫-১৬ বছরের কিশোরদের বেটিং অ্যাকাউন্ট খুলতে দেখছি। তারা মনে করে খেলাধুলা উপভোগ করতে বাজি ধরতেই হবে। আমরা যদি তাদের সামনে শুধু জুয়া দেখাই কিন্তু পরিণতি না দেখাই, তবে সেটা ভয়ঙ্কর পথে নিয়ে যাবে।'