অস্ট্রেলিয়ান ম্যাচ রেফারিকে বিদায়ী সম্মাননা দিল বিসিবি

৩ সপ্তাহ আগে
চলমান চট্টগ্রাম টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চলেছেন অস্ট্রেলিয়ান ম্যাচ রেফারি ডেভিড বুন। লম্বা সময় দায়িত্ব পালন করা আইসিসির এলিট প্যানেলের এই ম্যাচ রেফারিকে শেষ ম্যাচের আগে সম্মাননা স্মারক দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সোমবার (২৮ এপ্রিল) সিরিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ এবং জিম্বাবুয়ে। বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরুর আগে ডেভিড বুনের হাতে সম্মাননা স্মারক তুলে দেন বিসিবির পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম।

 

৬৫ বর্ষী বুন ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার জার্সিতে ১০৭টি এবং ১৮১টি ওয়ানডে খেলেছেন, ১৯৮৭ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন এবং ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ হন।

 

আরও পড়ুন: শোয়েব আখতারের ইউটিউব চ্যানেল ভারতে নিষিদ্ধ!

 

ডেভিড বুনের ম্যাচ রেফারির যাত্রার শুরু যেমন স্মরণীয়, শেষটাও তেমনি রোমাঞ্চকর। ২০১১ সালে বুলাওয়েতে প্রথম ম্যাচ পরিচালনা করেছিলেন, সেখানে খেলেছিল জিম্বাবুয়ে। আর বিদায়ের মঞ্চেও সেই জিম্বাবুয়ে। ১৪ বছর ম্যাচ রেফারি হিসেবে ১৮৩টি ওয়ানডে, ১১৯টি টি-টুয়েন্টি এবং ৭টি মেয়েদের টি-টুয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। আজকের টেস্টটি তার ৮৭তম এবং এই ভূমিকায় শেষ উপস্থিতি।

]]>
সম্পূর্ণ পড়ুন