অস্ট্রেলিয়ায় ৩০ ঘন্টার মধ্যে তিন ভূমিকম্প

৫ দিন আগে
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে গত ৩০ ঘণ্টায় তিনটি তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতত্ত্ব গবেষণা বিভাগ জিওসায়েন্স অস্ট্রেলিয়া এ তথ্য নিশ্চিত করেছে। খবর এবিসি নিউজের।

শনিবার (৪ জানুয়ারি) থেকে রোববার (৫ জানুয়ারি) পর্যন্ত নিউ সাউথ ওয়েলসের খনির শহর খ্যাত ব্রোকেন হিলের চারপাশে ৩০ ঘণ্টার মধ্যে তিনটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির একজন ভূমিকম্প বিশেষজ্ঞ বলছেন, সম্ভবত ভূমিকম্পগুলো একে অপরের সম্পর্কযুক্ত নয়।

 

প্রতিবেদন মতে, গত শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাতের ঠিক আগে একটি ২.৬ মাত্রার ভূমিকম্প ওই অঞ্চলে আঘাত হানে। তারপর শনিবার (৪ জানুয়ারি) দুপুর ২টা ৫০ মিনিটে ৪.১ মাত্রার একটি ভূমিকম্প এবং আজ রোববার (৫ জানুয়ারি) স্থানীয় সময় অপরাহ্ণ ৫টা ৩০ মিনিটে ৩.৩ মাত্রার আরও কম্পন আঘাত হানে।

 

আরও পড়ুন: রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প, উৎপত্তিস্থল কোথায়?

 

ব্রোকেন হিল খনি এলাকায় খননকাজ চলার সময় এখানে প্রতিনিয়ত কম্পন অনুভূত হয় এবং অধিবাসীরা এতে অনেকটা অভ্যস্ত। তবে জিওসায়েন্স অস্ট্রেলিয়া বলছে, গত দুইদিনে ঘটা ভূমিকম্পগুলো ছিল অতি অস্বাভাবিক। 

 

ভূমিকম্পগুলো মৃদু হওয়ায় এতে ওই এলাকায় কোনো নেতিবাচক প্রভাব বা ক্ষয়ক্ষতি হয়নি। এর আগে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প হয় চিলি ও ইথিওপিয়ায়। 

 

গত বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। এতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। 

 

আরও পড়ুন: ৬.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চিলি

 

এরপর শুক্রবার (৩ জানুয়ারি) দেশটির উত্তরাঞ্চলে ৫.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের পর একটি আগ্নেয়গিরিতেও অগ্ন্যুৎপাত ঘটে। ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে ওই এলাকার প্রায় ৮০ হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়।

 

 

 

]]>
সম্পূর্ণ পড়ুন