চলতি বছরের ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসে সেরা তথ্যচিত্র বিভাগে জয়ী হয় ‘নো আদার ল্যান্ড’। গাজায় চলমান ঘটনাপ্রবাহ নিয়ে চার ফিলিস্তিনি ও ইসরাইলি আন্দোলনকর্মী তথ্যচিত্রটি বানিয়েছেন। তাদেরই একজন হামদান।
ইউভাল আব্রাহাম জানান, সহপরিচালক হামদান বেলালের ওপর হামলা চালায় সেটেলার তথা ইসরাইলের অবৈধ বসতি স্থাপনকারীদের একটি দল। এতে বেলাল মাথা ও পেটে আঘাত পান। রক্তপাতও হয়। কিন্তু হামলাকারীদের বাদ দিয়ে তাকেই গ্রেফতার করে ইসরাইলি বাহিনী।
এদিকে মঙ্গলবার (২৫ মার্চ) গাজায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে অষ্টম দিনের মতো হামলা চালিয়েছে ইসরাইল। এতে সাত শিশুসহ অন্তত ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে মোট হতাহতের সংখ্যা আরও বেড়েছে।
আরও পড়ুন: গাজা নিয়ে ইসরাইলের নতুন পরিকল্পনা
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ হাজার ১৪৪ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ১৩ হাজার ৭০৪ জনে।
ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ রয়েছে আরও প্রায় ১৩ হাজার ফিলিস্তিনি। যাদেরকে মৃত বলে ধরে নেয়া হচ্ছে। ফলে সংখ্যাটা দাড়াচ্ছে ৬১ হাজার ৭০০ জনে।
এদিকে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রয়েছে। মিশর একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে, যা সমর্থন করেছে যুক্তরাষ্ট্র ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তবে ইসরাইল এখনও আনুষ্ঠানিকভাবে এই প্রস্তাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।
মিশরের প্রস্তাবে বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরাইল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে।
আরও পড়ুন: ইসরাইলের প্রধান বিমানবন্দরে আবার হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা হুতির!
এই প্রস্তাবে মূলত একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে, যার মাধ্যমে গাজার ইসরাইলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে সমস্ত বন্দির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। মিশরীয় কর্তৃপক্ষ বলছে, এই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র গ্যারান্টি দেবে।
যদিও যুক্তরাষ্ট্র ও হামাস ইতিবাচক মনোভাব দেখিয়েছে। তবে ইসরাইলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য আসেনি। হামাসের দাবি, ইসরাইল জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, তবে তারা আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত রয়েছে।
তথ্যসূত্র: এপি ও রয়টার্স
]]>