অসুস্থ ও মৃত গরুর মাংস বিক্রির দায়ে খুলনায় তিন জনের সাজা

২ দিন আগে
খুলনার ডুমুরিয়ায় অসুস্থ ও মৃত গরু জবাই করে বিভিন্ন জেলার হোটেলে মাংস সরবরাহের অভিযোগে তিন কসাইকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৩ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নরনিয়া গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা প্রায় ১২ মণ মাংস মাটিচাপা দিয়ে ধ্বংস করে দেয়া হয়েছে। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অপ্রতিম কুমার চক্রবর্তী।


অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল কবির, সম্প্রসারণ কর্মকর্তা ডা. পপি রায়, ডুমুরিয়া থানার এসআই শামীম হাওলাদার ও মিজানুর রহমান, চুকনগর বাজার বণিক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

দণ্ডপ্রাপ্তরা হলেন ডুমুরিয়া উপজেলার চাকুন্দিয়া গ্রামের মৃত কাশেম গাজীর ছেলে মোস্তাক গাজী (৪৫), বাদুড়িয়া গ্রামের মৃত ভেলু সরদারের ছেলে ইয়াকুব সরদার (৫২) এবং কেশবপুর এলাকার জাকির মোড়লের ছেলে সাইফুল ইসলাম মোড়ল (২২)। তারা দীর্ঘদিন ধরে অসুস্থ ও মৃত গরু জবাই করে মাংস খুলনা, বরিশাল, গোপালগঞ্জ ও পিরোজপুরের বিভিন্ন নামিদামি হোটেলে সরবরাহ করতেন। গোপনে মাংস জবাইয়ের জন্য চুকনগর-যশোর সড়কের পাশে নরনিয়া গ্রামে একটি সেমিপাকা ঘরে কার্যক্রম চালিয়ে আসছিলেন তারা।


স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত চক্রটি কম মূল্যে অসুস্থ ও মৃত গরু কিনে জবাই করে এসব মাংস বিভিন্ন হোটেলে বিক্রি করত। তাদের পেছনে কিছু প্রভাবশালী অসাধু ব্যক্তি জড়িত রয়েছে বলে অভিযোগ আছে। চক্রটির মূল হোতা গোপালগঞ্জের নাছির উদ্দিন এবং তার প্রতিনিধি কেশবপুরের রামকৃষ্ণপুর গ্রামের ইমান আলী। অভিযানকালে তারা পলাতক ছিলেন।

আরও পড়ুন: খুলনায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ১

শনিবার রাতে ওই ঘরে তিনটি গরু জবাই করা হয়, যার মধ্যে একটি ছিল মৃত এবং দুটি অসুস্থ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেন। মাংসগুলো সেদিন রাতেই বিভিন্ন হোটেলে সরবরাহের কথা ছিল। স্থানীয়দের সহায়তায় রাতেই মাংসসহ অভিযুক্তদের আটক করা হয়। পরে দুটি বড় ডিপ ফ্রিজ ভর্তি মাংসসহ প্রায় ১২ মণ মাংস উদ্ধার করে ধ্বংস করা হয়।


অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) অপ্রতিম কুমার চক্রবর্তী সাংবাদিকদের জানান, কসাইদের বিরুদ্ধে অসুস্থ ও মৃত গরু জবাইয়ের অভিযোগ ছিল এবং তারা আদালতে স্বীকারও করেছে। মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের প্রত্যেককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

]]>
সম্পূর্ণ পড়ুন