ভারতের টেস্ট দলে খেলার মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটার থাকলেও বিসিসিআই বেছে নিয়েছে তনুশ কোটিয়ানকে। কে এই তনুশ কোটিয়ান?
ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করার পুরস্কার হিসেবেই জাতীয় দলে ডাক পেয়েছেন এই অলরাউন্ডার। ২০২৩-২৪ রঞ্জি ট্রফিতে টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হয়েছিলেন কোটিয়ান। তার পারফরম্যান্সে ভর করে মুম্বাই হয়েছিল চ্যাম্পিয়ন। রঞ্জিতে বল হাতে তিনি ১৬.৯৬ গড়ে উইকেট নিয়েছিলেন ২৯টি। আর ব্যাট হাতে ৪১.৮৩ গড়ে রান করেছিলেন ৫০২। পাঁচটি হাফ সেঞ্চুরির পাশাপাশি একটি সেঞ্চুরিও ছিল তার। এখন পর্যন্ত ৩৩টি প্রথম শ্রেণির ম্যাচে ৪১.২১ গড়ে ১৫২৫ রান করেছেন এবং ২৫.৭০ গড়ে নিয়েছেন ১০১ উইকেট।
আরও পড়ুন: শ্রীলঙ্কার ওয়ানডে দলে ডাক পেলেন মালিঙ্গা
এর আগেও তনুশ কোটিয়ান অস্ট্রেলিয়ায় সফর করেছিলেন ভারতীয় 'এ' দলের হয়ে সিরিজ খেলতে। সেখানে অবশ্য তখন তেমন নজর কাড়তে পারেননি তিনি।
চতুর্থ ও পঞ্চম টেস্টের জন্য ভারত দল
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ, যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, রিশভ পন্ত, সরফরাজ খান, ধ্রুব জুরেল, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রাসিধ কৃষ্ণা, হারশিত রানা, নিতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, দেবদূত পাডিক্কাল এবং তনুশ কোটিয়ান।
]]>