মঙ্গলবার (২৪ জুন) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে এই সভা অনুষ্ঠিত হয়। এতে বিওএর কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভার মূল কার্যক্রম শুরুর আগে গত বছরের ২৩ এপ্রিল থেকে চলতি বছরের ২৩ জুন ২০২৫ পর্যন্ত পরলোকগত ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ এবং ক্রীড়া পরিবারের সদস্যদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরে সভাপতি বিওএর সার্বিক কার্যক্রমে সহযোগিতার জন্য সব ফেডারেশন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পাশাপাশি এই সভায় গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত বিওএ’র কার্যনিবাহী কমিটির সভার কার্যবিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়।
আরও পড়ুন: আইওসির প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করলেন সেনাপ্রধান
এরআগে, সকালে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
ঢাকায় আয়োজিত কেন্দ্রীয় র্যালিটি সকাল সাড়ে ৬টায় বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে শিক্ষা ভবন-বাংলাদেশ সচিবালয়-জিরো পয়েন্ট-জিপিও অতিক্রম করে জাতীয় স্টেডিয়ামের ১ নম্বর গেটে গিয়ে সমাপ্ত হয়।
]]>