দুবাইয়ে এশিয়া কাপের ফাইনালে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮৭ রান তুলেছে পাকিস্তান। অর্ধশতক হাঁকিয়ে আউট হয়ে গেছেন সাহিবজাদা ফারহান।
আগের ম্যাচগুলোয় ওপেনিংয়ে পাকিস্তানের সর্বোচ্চ সংগ্রহ ছিল ৪৫ রান। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে এই রান করেছিল তারা। ফাইনালে ফারহান-ফখরের জুটিতে ৯.৪ ওভারে উঠলো ৮৪ রান । ৩৫ বলে আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক হাঁকিয়েছেন ফারহান। প্রথমটিও ভারতের বিপক্ষেই হাঁকিয়েছিলেন তিনি। তবে অর্ধশতকের পর ইনিংস আর বড় করতে পারেননি।
আরও পড়ুন: ফখর-ফারহানের জুটিতে ভালো শুরু পাকিস্তানের
বরুণ চক্রবর্তীর বলে ক্যাচ দেয়ার আগে ৩৮ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৭ রান করেন ফারহান।