বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়, চলতি অর্থবছরের প্রথম ৫ মাসে দেশে রেমিট্যান্স এসেছে ১ হাজার ৩০৩ কোটি ৭৩ লাখ ডলার। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে সর্বোচ্চ ৭০০ কোটি ৩৭ লাখ ডলার।
আরও পড়ুন: অর্থবছরের সর্বোচ্চ রেমিট্যান্স এলো নভেম্বরে
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। জুলাই-নভেম্বর মাসে বিভাগটিতে এসেছে ৩৩৮ কোটি ৭৫ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ১০৩ কোটি ২৫ লাখ ডলার, খুলনা বিভাগে ৫১ কোটি ৮৪ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৪০ কোটি ৭৮ লাখ ডলার, বরিশাল বিভাগে ৩১ কোটি ২৮ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ২২ কোটি ৬ লাখ ডলার ও রংপুর বিভাগে ১৫ কোটি ৩৯ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
| দেশে ৩ মাসে আসা রেমিট্যান্সের পরিমাণ (মার্কিন ডলারে) | |||||||
| নং | বিভাগ | জুলাই | আগস্ট | সেপ্টেম্বর | অক্টোবর | নভেম্বর | জুলাই-নভেম্বর |
| ০১ | ঢাকা বিভাগ | ১৩৮ কোটি ৪ লাখ | ১৩৯ কোটি ৮৩ লাখ | ১৪৪ কোটি ৩২ লাখ | ১৩০ কোটি ৮৬ লাখ | ১৪৭ কোটি ৩২ লাখ | ৭০০ কোটি ৩৭ লাখ |
| ০২ | চট্টগ্রাম বিভাগ | ৫৯ কোটি ৮১ লাখ | ৫৭ কোটি ১১ লাখ | ৭২ কোটি ১৮ লাখ | ৬৯ কোটি ৪ লাখ | ৮০ কোটি ৬২ লাখ | ৩৩৮ কোটি ৭৫ লাখ |
| ০৩ | সিলেট বিভাগ | ১৯ কোটি ৫০ লাখ | ১৭ কোটি ৪৯ লাখ | ২১ কোটি ৮৩ লাখ | ২১ কোটি ৮১ লাখ | ২২ কোটি ৬১ লাখ | ১০৩ কোটি ২৫ লাখ |
| ০৪ | খুলনা বিভাগ | ৯ কোটি ৫২ লাখ | ৯ কোটি ৩১ লাখ | ৯ কোটি ৫২ লাখ | ১১ কোটি ৭ লাখ | ১২ কোটি ৪২ লাখ | ৫১ কোটি ৮৪ লাখ |
| ০৫ | রাজশাহী বিভাগ | ৭ কোটি ৭৩ লাখ | ৬ কোটি ৬৭ লাখ | ৭ কোটি ৮১ লাখ | ৮ কোটি ৭৮ লাখ | ৯ কোটি ৭৮ লাখ | ৪০ কোটি ৭৮ লাখ |
| ০৬ | বরিশাল বিভাগ | ৫ কোটি ৭৫ লাখ | ৫ কোটি ২৭ লাখ | ৫ কোটি ৭৭ লাখ | ৬ কোটি ৯১ লাখ | ৭ কোটি ৫৭ লাখ | ৩১ কোটি ২৮ লাখ |
| ০৭ | ময়মনসিংহ বিভাগ | ৪ কোটি ২৫ লাখ | ৩ কোটি ৮০ লাখ | ৪ কোটি ২৮ লাখ | ৪ কোটি ৬৮ লাখ | ৫ কোটি ৬০ লাখ | ২২ কোটি ৬ লাখ |
| ০৮ | রংপুর বিভাগ | ৩ কোটি ১৯ লাখ | ২ কোটি ৭০ লাখ | ২ কোটি ৮৪ লাখ | ৩ কোটি ৯ লাখ | ৩ কোটি ৫৭ লাখ | ১৫ কোটি ৩৯ লাখ |
আর সদ্যবিদায়ী নভেম্বর মাসে প্রবাসীরা দেশে ২৮৮ কোটি ৯৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এর মধ্যে ঢাকায় রেমিট্যান্স এসেছে ১৪৭ কোটি ৩২ লাখ ডলার।
দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে চট্টগ্রাম বিভাগে। নভেম্বর মাসে বিভাগটিতে এসেছে ৮০ কোটি ৬২ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া সিলেট বিভাগে ২২ কোটি ৬১ লাখ ডলার, খুলনা বিভাগে ১২ কোটি ৪২ লাখ ডলার, রাজশাহী বিভাগে ৯ কোটি ৭৮ লাখ ডলার, বরিশাল বিভাগে ৭ কোটি ৫৭ লাখ ডলার, ময়মনসিংহ বিভাগে ৫ কোটি ৬০ লাখ ডলার ও রংপুর বিভাগে ৩ কোটি ৫৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে।
গত নভেম্বর মাসে সৌদি প্রবাসীরা দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। দেশটি থেকে রেমিট্যান্স এসেছে ৪৩ কোটি ৫ লাখ ৬০ হাজার মার্কিন ডলার। এছাড়া শীর্ষ ১০ দেশের তালিকায় আরও রয়েছে যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ইতালি, ওমান, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর।
দ্বিতীয় সর্বোচ্চ ৪০ কোটি ১২ লাখ ৮০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে। আর যুক্তরাজ্য, মালয়েশিয়া, যুক্তরাষ্ট্র, ওমান, ইতালি, কুয়েত, কাতার ও সিঙ্গাপুর থেকে নভেম্বর মাসে যথাক্রমে রেমিট্যান্স এসেছে ৩৭ কোটি ৮৩ লাখ ৬০ হাজার, ৩৩ কোটি ১১ লাখ ৭০ হাজার, ২০ কোটি ৭৫ লাখ ৩০ হাজার, ১৭ কোটি ২৭ লাখ ৫০ হাজার, ১৫ কোটি ৬৮ লাখ ১০ হাজার, ১৪ কোটি ৯১ লাখ ৮০ হাজার, ১৪ কোটি ৬২ লাখ ৮০ হাজার ও ১১ কোটি ৭১ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।
আরওপড়ুন: নভেম্বরে সর্বাধিক রেমিট্যান্স এলো যেসব দেশ থেকে
নভেম্বর মাসে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৮ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ডলার। এছাড়া বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২৯ কোটি ৮৯ লাখ ৫০ হাজার ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১৯৯ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ডলার ও বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫৯ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স।
এর আগে গত নভেম্বরে এসেছে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স। আর গত অক্টোবর ও সেপ্টেম্বরে দেশে এসেছিল যথাক্রমে ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ও ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। আর গত আগস্ট ও জুলাইয়ে যথাক্রমে দেশে এসেছিল ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ও ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

৩ দিন আগে
৩






Bengali (BD) ·
English (US) ·