অর্থবছরের প্রথম ৪ মাসে রফতানি আয় বেড়েছে ২.২২ শতাংশ

৩ সপ্তাহ আগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ৪ মাসে রফতানি আয় এসেছে ১ হাজার ৬১৩ কোটি ৭০ লাখ ডলার, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ২.২২ শতাংশ বেশি।

সোমবার (৩ নভেম্বর) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনে বলা হয়, চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে বেড়েছে দেশের রফতানি আয়। প্রবৃদ্ধি হয়েছে ২.২২ শতাংশ। আর বিগত ২০২৪-২৪ অর্থবছরের একই সময়ে রফতানি আয়ের পরিমাণ ছিল ১ হাজার ৫৭৮ কোটি ৬৩ লাখ ডলার।

 

তৈরি পোশাক খাত

 

২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাসের মধ্যে তৈরি পোশাক রফতানি আয় ১.৪০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ২৯৯ কোটি ৩ লাখ ডলারে। আর ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে আয় হয়েছিল ১ হাজার ২৮১ কোটি ১০ লাখ ডলার।

 

আরও পড়ুন: টানা তিন মাস কমলো দেশের রফতানি আয়

 

তৈরি পোশাক খাতের রফতানি আয়ের মধ্যে ৭২৩ কোটি ৭৮ লাখ ডলার এসেছে নিটওয়্যার রফতানি থেকে, যা বছর ব্যবধানে শূন্য দশমিক ৪২ শতাংশ বেড়েছে। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৭২০ কোটি ৭২ লাখ ডলার।

 

এছাড়া ৫৭৫ কোটি ২৫ লাখ ডলার এসেছে ওভেন পোশাক রফতানি থেকে, যা গত বছরের একই সময়ের তুলনায় বেড়েছে ২ দশমিক ৬৬ শতাংশ। গত ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-অক্টোবর মাসে এ আয় ছিল ৫৬০ কোটি ৩৭ লাখ ডলার।

 

ইপিবির তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া, চামড়াজাত পণ্য ও হোম টেক্সটাইলের রফতানি বাড়লেও কৃষি পণ্যের কমেছে। হোম টেক্সটাইলের রফতানি আয় ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৭ কোটি ৯০ লাখ ডলারে।

 

আর চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১১ দশমিক ০৮ শতাংশ। জুলাই-অক্টোবর মাসে রফতানি হয়েছে ৪১ কোটি ৩৫ লাখ ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য। এছাড়া কৃষি পণ্যের রফতানি আয় ১ দশমিক ৭২ শতাংশ কমে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৮৮ লাখ ডলারে।

 

এদিকে সদ্যবিদায়ী অক্টোবর মাসে দেশে পণ্য রফতানি থেকে আয় এসেছে ৩৮২ কোটি ৩৮ লাখ মার্কিন ডলার। বছর ব্যবধানে যা কমেছে ৭ দশমিক ৪৩ শতাংশ।

]]>
সম্পূর্ণ পড়ুন